সোশ্যাল মিডিয়ায় নোভেল করোনাভাইরাস 🍷সম্পর্কে অযথা আতঙ্ক না ছড়িয়ে তার বদলে সমাজের উদ্দেশে সতর্কতামূলক প্রচারের পরামর্শ দিলেন রাজ্যপাল জগদীপ ধনখডℱ়।
দেশ তথ💟া বিশ্বজুড়ে Covid-🧸19 ঘিরে অহেতুক ভীতি ছড়িয়ে দিতে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ও সংবাদ ক্রমাগত পোস্ট করা হচ্ছে। তার জেরে সঠিক তথ্য না জেনে আতঙ্কে ভুগছেন অধিকাংশ মানুষ। এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি পেতে টুইটার পোস্টের মাধ্যমে পরিণত মনোভাব ও শৃঙ্খলা রক্ষা করতে জনগণের প্রতি আর্জি জানালেন ধনখড়।
টুইটারে তিনি টিপ্পনি কেটেছেন, ‘সব কিছু নিয়ে রাজনীতি করা আমাদের জাতীয় সময় কাটান🎃োর বিষয় হলেও এই সময় তার থেকে বিরত থাকাই ভালো।’
সেই🥃 সঙ্গে Covid 19 সংক্রান্ত কিছু তথ্যও দিয়েছেন রাজ্যপাল। ধনখড় জানিয়েছেন, ‘করোনাভাইরাস ফুসফুস পর্যন্ত পৌঁছানোর আগে গলার মধ্যে চার দিন পর্যন্ত সাময়িক আশ্রয় নেয়। এর ফলে গলায় ব্যথা ও ঘন কফের সমস্যায় ভোগেন রোগী।’
এমন উপসর্গ দেখা দিলে রোগীকে প্ཧরচুর পরিমাণে জল পান করতে এবং গরম জলে গার্গল করার পরামর্শও দিয়েছেন রাজ্যপাল।