জীবনে কখনও বিদেশ সফর করেননি, তবু Covid-19 সংক্রমণের শিকার হলেন কলকাতায় 💖আসা এক প্রৌঢ়। পাশাপাশি, দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভরতি এক রোগীর নমুনারও সন্তোষজনক রিপোর্ট পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
আগ্রা থেকে কলকাতায় ছেলের কাছে বেড়াতে আসা আগ্রাবাসী ৫৭ ব♛ছরের ওই ব্যক্তি গত ১৩ মার্চ জ্বর ও শুকনো কাশিতে ভুগতে শুরু করেন। তাঁকে ১৬ মার্চ বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে ভরতিꦍ করা হয়।
তাঁর নমুনা এসএসকেম-এ পাঠানো হলে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। যাচাই করলে একই রিপোর্ট পাওয়া যায় বেলেঘাটা নাইসেড থেকেও। এরপর হাসপাতাল থেকে ফের ন🅠মুনা চাওয়া হয়। এ দিকে, গত ১৯ মার্চ চূড়ান্ত শ্বাসকষ্ট দেখা দিলে প্রৌঢ়কে ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসকরা তাঁকে একমো ব্যবস💮্থায় রেখে চিকিৎসার পরামর্শ দেনজানা গিয়েছে, Covid-19 আক্রান্ত ওই প্রৌঢ়ের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক।।
তাঁকে ꦺনিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল আপাতত চার জন। দেশে এই সংখ্যা এ দিন বেড়ে দাঁড়াল ২৮৪ জন।
অন্য দিকে, এ দিন দক্ষিণ কলকাতার বেসরকার⛦ি হাসপাতালে ভরতি এক বর্ষীয়ান রোগীর প্রাথমিক নমুꦐনা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে বলে সূত্র মারফৎ খবর মিলেছে। আরও পরীক্ষা না করে চূড়ান্ত কোনও মত দিতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ।