ফের করোনায় মৃত্যু ৬জনে🍌র। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই হাজার ছুঁতে চলল। নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৫৫জন। এদিন পজিটিভিটি রেট ছিল ১৫.৪৭ শতাংশ। তবে সবথেকে উদ্বেগের বিষয় মঙ্গলবারের তুলনায় সংক্রমণ ফেরে বেড়ে গেল এদিন। অন্যদিকে মৃত্যুর সংখ্যা কমল না। এদিনও মৃত্যুর সংখ্যা সেই ৬। তবে ওই রোগীদের কো মর্বিডিটি রয়েছে কি না সেটাও দেখা হচ্ছে।
এদিকে রাত পোহালেই ২১শে জুলাই। কানায় কানায় ভর্তি হতে পারে শহরের বহু এলাকা। তার আগেই করোনাকে ঘিরে উদ্বেগের ছবি মহানগরীতে। দৈনিক সংক্রমণের নিরিখে🎐 শীর্ষে কলকাতা। গত ২৪ ঘণ্টায় ৫১১জন আক্রান্ত হয়েছেন কলকাতায়। এরপরই উত্তর ২৪ পরগনার স্থান। সেখানে আক্রান্তের সংখ্যা ৪১৩জন। বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, দার্জিলিংয়েও উদ্বেগের ছবি। সেখানে সংক্রমণের সংখ্যা প্রায় ২০০র কাছাকাছি।
এদিকে যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা𒁃র গ্রা♋ফ তাতে স্বাভাবিকভাবেই উদ্বেগ ক্রমশ বাড়ছে। এদিকে ২১শে জুলাইয়ের সভায় করোনা বিধি কতটা মানা হবে তা নিয়েও প্রশ্নটা থেকেই গিয়েছে। দলে দলে তৃণমূল কর্মীরা শহরমুখী এসেছেন। কিন্তু তাঁদের অনেকের মুখেই মাস্কের বালাই নেই। এমনকী শাসকদলের একাধিক রাজ্যে নেতৃত্বের মুখেও মাস্ক চোখে পড়ছ🎐ে না। ত♔বে শাসকদলের নেতৃত্বের একাংশের মতে করোনা বিধি মানার ব্যাপারে সকলকে অনুরোধ করা হয়েছে।