শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ধাপে ধাপে খুলতে শুরু করেছে। রাজ্যে কোভিড বিধি অনেকটাই শিথিল। সেই পরিস্থিতিতে বাংলার করোনার চিত্র ঠিক কতটা উদ্বেগজনক? স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১৭জন। তবে আগের দিন সংক্রমণের সংখ্যা ছিল ৯০০র কাছাকাছি। এই সময়পর্বের মধ্যে মৃত্যু হয়েছে ২৬জনের। পজিটিভিটির হার 🌱১.৮০ শতাংশ। এবার একবার দেখে নেওয়া যাক কলকাতার কী পরিস্থিতি?
স্বাস্থ্য বুলেটিন অনুসারে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৫জন। রা🐈জ্যের মধ্যে সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। এরপরই উত্তর ২৪ পরগনার স্থান। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৩জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩০জন, হুগলিতে ৩৯জন। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে জলপাইগুড়ি জেলা। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০জন। 🉐এরপরই আলিপুরদুয়ারে আক্রান্ত ৩৭জন ও দার্জিলিং জেলায় আক্রান্ত হয়েছেন ৩২জন। তবে সুস্থতার হার ৯৮.২২ শতাংশ।
এদিকে মৃত্যুর নিরিখে সবথেকে এগিয়ে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃতের সংখ্যা ৫জন। কলকাতায় মারা গিয়েছেন ৪জন। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যুর সংখ্যা ৩জন। উত্তরের জেলাগুলির মধ্যে মৃত্যুর নিরিখেও শীর্ষে জলপাইগ🌳ুড়ি। এখানে মৃত্যুর সংখ্যা ৩জনের।