বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার শোনা গিয়েছে, জগাই–মাধাই–বিদাইয়ের কথা। অর্থাৎ সিপিআইএম–কংগ্রেস–বিজেপি। এই তিনজনকে একসারিতে দাঁড় করিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার কলকাতা পুরসভা নির্বাচনে সেই ছবি দেখা গেল মহানগরীতে। কলকাতা পুরসভা নির্বাচনে নানা অভিযোগ তুলে এই তিনটি রাজনৈতিক দলের কর্মী–সমর্থকদের একসঙ্গে বিক্ষোভ প্রদর্শন করতে🐼 দেখা গেল।
রবিবার এই বিরল দৃশ্যের সাক্ষী থাকল কল্লোলিনী কলকাতা। আর একইসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবিতে যেন সিলমোহর পড়ল। বিক্ষোভ সমাবেশ করতে দেখা গেল এই তিন রাজনৈতিক দলের কর্মীদের। সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপি মিলিতভাবে বিক্ষোভ দেখাল উত্তর কলকাতার বড়তলা ꦏথানার সামনে। তিন বিরোধী দলের কর্মী–সমর্থকরা একসঙ্গে বসে তারস্বরে স্লোগান দিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
ঠিক কী ঘটেছে সেখানে? এদিন ১৭ নম্বর ওয়ার্ডে বুথে বুথে ছাপ্পা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন এই তিন দলꦍের কর্মী–সমর্থকরা। অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহনকুমার গুপ্ত ভোট লুঠ করছে। পুলিশ নীরব দর্শক। এই অভিযোগ তুলে বড়তলা থানার সামনে চলে আসেন সিপিআইএম এবং কংগ্রেস প্রার্থী। সেখানে যোগ দেন 🍨বিজেপি প্রার্থীও। তখনই তিন দলের মিলিত প্রতিবাদ চলতে থাকে।
উল্লেখ্য, ২০১৫ সালের মতোই এবারও পুরসভা নির্বাচনে জোট হয়নি বাম–কংগ্রেসের। এদিন নানা অভিযোগ উঠতে থাকে। তা নিয়ে এখন রাজ্যজুড়ে বিজেপি বিক্ষোভ কর্মসূচি পালন করতে শুরু করেছে। সেখানে বাম–কংগ্রেসের এই অলিখিত জোট দেখে অনেকে মেনেই নিয়েছিলেন। কিন্তু সেখানে বিজেপিকে সঙ্গী করে প্রতিবাদ করতে দেখে এটাকে অনেকে রামধনু জোℱট বলছেন। কিন্তু সাম্প্রতিক অতীতে এই দুই দলকে অঘোষিত জোটের মাধ্যমে পথে নামতে দেখা গিয়েছে। কিন্তু স্মরণাতীত কালের মধ্যে সিপিএম, কংগ্রেসের সঙ্গে বিজেপি-র এক সঙ্গে আন্দোলন করতে দেখা যায়নি।