আগাম🅘ী ৯,১০ ও ১১ মার্চ ডিএলএডের পার্ট ওয়ানের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এবার সেই পরীক্ষা স্থগিত করা হচ্ছে। উচ্চ মাধ্য়মিক পরীক্ষা হওয়ার পরে এই ডিএলএড পরীক্ষা🍬 নেওয়া হতে পারে বলে সূত্রে খবর।তবে এব্য়াপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
সূত্রের খবর, মূলত মাধ্যমিক ও উচ্চমাধ্য়মিক পরীক্ষা পরপর রয়েছে। সেকারণেই ডিএলএড পরীক্ষা তারপরে নেওয়া হতে পারে। মঙ্গলবার পর্ষদের তরফে পরীক্ষা স্থগিতের বিবৃতি দেওয়া হয়েছে। সূত্রের খবর,রাজ্য জুড়ে মাধ্য়মিক ও উচ্চ মাধ্যমিকꦿ পরীক্ষার সিট পড়েছে। এদিকে ডিএলএড পরীক্ষার জন্য়ও রাজ্যের বহু স্কুলের প্রয়োজন। কিন্তু একসঙ্গে দুটি পরীক্ষা নেওয়া সম্ভব নয়। সেকারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার পরেই ডিএলএডের দিন ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর। তবে এখনই এনিয়ে 💯দিন ঘোষণা করা হয়নি।
প্রাথমিক শিক্ষকের পরীক্ষা দেওয়ার আগে কোনও ব্যকℱ্তিকে ডিএলএড পাশ করতে হয়। সেই নিরিখে ডিএলএড পরীক্ষা হওয়ার কথা ছিল। ৯ মার্চ বৃহস্পতিবার থেকে এ🗹ই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার ছিল চাইল্ড স্টাডির পরীক্ষা। ১১ মার্চ এই ডিএলএডের শেষ পরীক্ষা করার কথা ছিল। কিন্তু সমস্ত পরীক্ষাটাই আপাতত স্থগিত করা হয়েছে।
এদিকে গত নভেম্বর মাসে ডিএলএডের পার্ট টুর পরীক্ষা চলাকালীন ইন্টারনেটে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। তবে পর্ষদ সভাপতি জানিয়েছিলেন পর্ষদের ভাবমূর্তি নষ্ট ক🍬রার জন্য় নানা বিভ্রান্তিমূলক কথা বলা হচ্ছে।
তবে এবার ডিএলএ♔ড পরীক্ষাটাই স্থগিত করে দেওয়া হল। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা প্রস্তুতির জন্য় আরও কিছুটা সময় পাচ্ছেন। একেবারে উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে ডিএলএড পর🔥ীক্ষা হতে পারে। তবে এখনও এনিয়ে দিনক্ষণ ঘোষণা করা হয়নি।
ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। ২০২১-২৩ শিক্ষাবর্ষের প🉐রীক্ষা অনিবার্যকারণ বশত স্থগিত রাখা হচ্ছে। খুব শীঘ্রই নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা বলা হয়েছে। তবে কী কারণে পরীক্ষা স্থগিত করা হল তা নিয়ে কিছু বলা হয়নি।
তবে এই পরীক্ষা স্থগিত নিয়ে নানা ꦅপ্রশ্ন উঠছে। তবে কি বেসরকারি কলেজগুলিতে ডিএলএড কোর্সের নাম করে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করেই নড়েচড়ে বসল পর্ষদ?
এই খবরটি আপন♒ি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup