শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যতম গুরুত্বপূর্ণ রেলস্টেশন হল ঢাকুরিয়া। এবার এই স্টেশনের ভোল বদলাতে চলেছে। ঢাকুরিয়া স্টেশনে তৈরি হতে চলেছে খাবার ও বইয়ের স্টল, এটিএম কাউন্টার, ওষুধের দোকান এবং বিভিন্ন ধরনের দোকান। এছাড়াও, তৈরি করা হবে একটি পার্কিং লট। স্টেশন সংলগ্ন ৯০ হাজার বর্গফুট জায়গা জুড়ে এই কমপ্লেক্স তৈরি করবে রেল। দেশের বিভিন্ন স্টেশন উন্নয়নের পরিকল্পনা নিয়েছ🧔ে রেল। সেই তালিকায় রয়েছে ঢাকুরিয়া স্টেশন। এছাড়াও রাজ্যের কৃষ্ণনগর, মালদা টাউন, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া স্টেশনেরও উন্নয়ন করা হবে।ইতিমধ্যেই কাজ চলছে হাওড়ার লিলুয়া এবং সল্ট গোলা স্টেশনে।
‘স্পেশাল’ ট্রেনেই লক্ষ্🌠মীলাভ!🅠 যাত্রীবাহী পরিষেবায় আয়ের ৪৫% তুলেছে রেল: RTI তথ্য
রেল ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (আরএলডিএ) ইতিমধ্যেই এই কাজের প্রস্তাব দিয়েছে। তাতে জানানো হয়েছে, এই সমস্ত দোকান বা পার্কিং লট ৪৫ বছরের জন্য কোন♏ও ব্যক্তিগত সংস্থা লিজ নিতে পারবে। রেলওয়ের কর্মকর্তা♊রা জানিয়েছেন, এই প্রকল্পটি বাধা পাওয়ার কোনও সম্ভাবনা নেই। কারণ আরএলডিএ একটি স্বশাসিত সংস্থা এবং জায়গাগুলি রেলের অধীনে রয়েছে৷ রেলের আধিকারিকদের মতে, এগুলি তৈরি হলে যাত্রীদের সুবিধা হবে।
রেল সূত্রে জানা গিয়েছে, রেলের পক্ষ থেকে এই কমপ্লেক্সে নির্দিষ্ট মূল্যে পানীয় জল সরবরাহ ও বিদ্🍰যুৎ সরবরাহ করা হবে। আরএলডিএ ইতিমধ্যেই ভারতের বিভিন্ন নির্মাণ সংস্থার কাছে এই ধরনের ৫৪🎃টি প্রকল্পের বরাত দিয়েছে। যার মধ্যে ১৬টি চালু হয়েছে এবং বাকিগুলি নির্মাণের বিভিন্ন পর্যায়ে রয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই যাত্রীদের সুবিধা হবে।