আর কিছুদিনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হতে চলেছে। তারপরে রাজ্যের কলেজগুলিতে শুরু হয়ে যাবে ভর্তি প্রক্রিয়া। ফলে চাপ বাড়বে কলকাতা-সহ জেলার কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে। এবারও অনলাইনে চলবে ভর্তি প্রক্রিয়া꧋। উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া ইউজিসির নিয়ম মেনে চলছে কিনা তা জানার জন্য রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আগামীকাল ২ জুন বিকাশ ভবনে এই বৈঠকের জন্য ইতিমধ্যেই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, মূলত অনলাইনে ভর্তি প্রক্রিয়া নিয়ে উপাচার্যদের সঙ্গে আলোচনা করবেন শিক্ষামন্ত্রী। কীভাবে চলবে ভর্তি প্রক্রিয়া? অথবা কীভাবে ছাত্রছাত্রীরা ভর্তি সংক্রান্ত তথ্য জানতে পারবেন সে সমস্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। ভর্তির𝓀 বিষয়ে⛄ কোন বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুতি নিয়েছে সে বিষয়েও আলোচনা করা হবে এই বৈঠকে। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার কাছাকাছি যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং দূরবর্তী জেলার উপাচার্যদের ভার্চুয𓆉়ালি উপস্থিত থাকলেই চলবে।