প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এখন জেলে। আর তাঁর ছেলে সৌভিক ভট্টাচার্যের নামে লুকআউট নোটিশ জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নিয়োগ দুর্নীতি মামলায় ♒এই প্রথম লুকআউট সার্কুলার নোটিশ জারি করা হল বলে খবর। মানিক ভট্টাচার্যের ছেলে যাত🔯ে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, তার জন্য এই লুকআউট নোটিশ জারি করা হয়েছে। ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটিকে পাঠানো হয়েছে মানিকপুত্র সৌভিক ভট্টাচার্যের নথি।
এদিকে কুন্তল ঘোষ জেরায় দাবি করেছে, তাঁর টাকা গিয়েছে মানিক ভট্টাচার্যের কাছেও। তাঁর🎉 থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনজনকে খুঁজছে ইডি। মানিক টাকা নিয়ে ছেলের অ্যাকাউন্টে ঢুকিয়েছে বলে খবর। নিয়োগ দুর্নীতিতে প্রথমেই নাম উঠে আসে মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিকের। তাঁকে আদালত তলবও করেছিল। তিনি আদালতে হাজিরা দিয়েছিলেন। কিন্তু তারপরও এই নোটিশ জারি করা হল। আসলে দুর্নীতির টাকা মানিকের ছেলের অ্যাকাউন্টে ঢুকেছে বলে দাবি ইডির।
অন্যদিকে এই নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম গুরুꦕত্বপূর্ণ সৌভিক ভট্টাচার্য বলে ইডি আদালতে জানিয়েছে। এমনকী নিয়োগ দুর্নীতিতে ইডি যে চার্জশিট জমা দিয়েছে, তাতে নাম রয়েছে সৌভিক ভট্টাচার্যের। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ ক♐রা অত্য়ন্ত প্রয়োজন। আবার আগাম জামিনের আবেদন জানিয়েছেন সৌভিক ভট্টাচার্য। আগামী ২২ ফেব্রুয়ারি সেই মামলার শুনানি রয়েছে। সৌভিক যাতে দেশ ছেড়ে না যেতে পারেন, তার জন্💦য আগে থেকেই লুকআউ𒁃ট নোটিশ জারি করা হয়েছে। মানিকের ছেলের অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকা পাওয়া গিয়েছিল। গত ২ সেপ্টেম্বর বেঙ্গল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে তাঁর সংস্থার চুক্তি হয়।
এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে সৌভিকের একটি কনসালটেন্সি সংস্থা ছিল। বেসরকারি বিএড কলেজগ🌺ুলিকে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের এপ্রিল মাস পর্যন্ত ওই সংস্থা ২ কোটি ৬৪ হাজার টাকা তুলেছিল। অভিযোগ, কোনও রকমের পরিষেবা দেওয়া হয়নি কলেজগুলিকে। এমনকী সেই টাকাও ফেরত দেওয়া হয়নি। যা জানতে চায় ইডি। ইডির অনুমান, এই দুর্নীতির অর্থ লেনদেন হয়েছে মানিকবাবুর পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট থেকেও।
এই 💟খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //hti♎pad.onelink.me/277p/p7me4aup