ভয়াবহ হাড়হিম করা ঘটনা কলকাতার আনন্দপুর থানা এলাকার চৌবাগা এলাকায়। রবিবার বিকালে এলাকার একটা কারখানায় আগুন লাগে। স🀅বথেকে হাড়হিম ঘটনা হল আগুনের লেলিহান🍨 শিখা থেকে বাঁচতে এক যুবক একেবারে দিশেহারা হয়ে দোতলা থেকে ঝাঁপ দিয়ে দেন।
সূত্রের খবর, একেবারে আতঙ্কে তিনি ঝাঁপ দেন পাশের বাড়ির দোতলা থেকে। পশ্চিম চৌবাগার ওই কারখানা লাগোয়া এল꧒াকায় দোতলা বাড়িটি রয়েছে। এদিকে কারখানা থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখে আতঙ্কে একেবারে দিশেহারা হয়ে যান ওই যুবক। এরপরই তিনি ঝাঁপ দেন কারখানার পাশের দোতলা বাড়ি থেকে।
সূত্রের খবর, দাহ্য জিনিসে ভর্তি একের পর এক কারখানা। অগ্নিসুরক্ষা বিধির নামমাত্র মেনে চলা হয় না বলে অভিযোগ। এদিকে এদিনও কারখানাতে কাজকর্ম চলছিল। সেই সময় আগুন লাগে। এদিকে যে যুবক ঝাঁপ দিয়েছিলেন ছাদ থেকে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। ১১টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিকে প্লাস্টিকের জিনিসে ঠাসা ছিল এই কারখানা। সেই কারখানায় আচমকা আগুন লেগে যাওয়ায় একেবারে দাউ দাউ করে জ্বলে যায়। এমনকী আগুনের পরিস্থিতি সম্পর্কে জানতে ড্রোনও ন𓃲ামানো হয়। তবে আপাতত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে খবর।