রেশন দুর্ন🦄ীতিকাণ্ডে ফের গ্রেফতারি। এবার গ্রেফতার হলেন তৃণমূলের দেগঙ্গা ব্লক সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশ ও তাঁর ভাই আলিফ নুর ওরফে মুকুল। ইডি সূত্রে জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে এই ২ ভাই বিপুল টাকার চাল পাচার করেছেন। শুধু তাই নয়, নকল চাল তৈরির জন্য চিন থেকে তারা যন্ত্র আমদানি করে𒈔ছিল বলে জানিয়েছে ইডি।
আরও পড়ুন - শিল্প-কারখানা তৈরির জন্য ১ টাকায় জমি সৌরভকে, জ🍌নস্বার্থ মামলায় বড় রায় হাইকোর্টের
পড়তে থাকুন - হামলা সত্ত্বেও সীমাജন্তে বাংলাদেশি অনুপ্রবেশকাཧরীদের রুখলেন মহিলা BSF কনস্টেবল
রেশন দুর্নীতির তদন্তে চলতি সপ্তাহে ফের সক্রিয় হয়েছে ইডি। তল্লাশি হয়েছে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ পাচারকারী বারিক বিশ্বাস ও দেগঙ্গা ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমানের একাধিক ঠিকানায়। আনিসুরের চালকল থেকে উদ্ধা🐬র হয় বহু গুরুত্বপূর্ণ নথি। এর পর বৃহস্পতিবার আনিসুর ও তাঁর ভাই আলিফকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিলেন গোয়েন্দারা। সেখানে দিনভর তাঁদের জেরা করেন ইডির তদন্তকারীরা।
ইডি সূত্রে খবর, আনিসুর ও তাঁর ভাইয়ের বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া গ🐭িয়েছে। তদন্তে সহযোগিতা করতে চাইছেন না তাঁরা। বৃহস্পতিবার গভীর রাতে ২ ভাইকে গ্রেফতার করে ইডি। এ🃏র পরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর এক তথ্য।
ইডি সূত্রে জানা গিয়েছে, মুনাফা বৃদ্ধি করতে অভিযুক্ত আনিসুর নকল চাল তৈরির ব্যবসা ফেঁদে বসেছিল। দেগঙ্গা রাইস মিলেই তৈরি হত এই নকল চাল। নকল চাল তৈরির♎ যন্ত্র চিন থেকে আমদানি করেছিল সে। সেই যন্ত্র দিয়ে ভাঙা চালকে জোড়া লাগানো হত। এছাড়া আটা দিয়ে তৈরি হত চাল! এব্যাপারে বিস্তারিত জানতে ধৃতদের জেরা করছেন গোয়েন্দারা।
আরও পড়ুন - বাড়ির সুইমিং পুল থেকে ভ্যানিশ কচ্ছপ, আবার🍃 জামালের দুয়ারে বনকরꦜ্মীদের হতাশা
ইডি সূত্রে💃 জানা গিয়েছে শুক্রবার ধৃতদের স্বাস্থ্য পরীক্ষা করানো হবཧে। তার পর তাদের পেশ করা হবে আদালতে। ধৃতদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করবে ইডি।