কলকাতায় ফের বসতবাড়িতে রহস্যময় অগ্নিকাণ্ড। এবারও প্রাণ গেল ১ জনের। বৃহস্পতিবার গভীর রাতে কলকাতার ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। কী ভাবে আগুন লাগল জানতে তদন্ত শুরু করেছে দমকল।স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকুরিয়া স্টেশন রোডে ৩ তলা বাড়িতে আগুন লাগে। তখন গভীর ঘুমে ছিলেন বাড়ির বাসিন্দা সৌম্য সেনগুপ্ত ও তাঁর মা। আগুন লেগেছে বুঝতে পেরে প্রাণ বাঁচানোর চেষ্টা শুরু করেন তাঁরা। মাকে কোনওক্রমে বাড়ি থেকে বার করেন সৌম্যবাবু। কিন্তু নিজে বেরোতে পারেননি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন নিভিয়ে সৌম্য সেনগুপ্তকে উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে যান দমকল কর্মীরা। সেখানে যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।দিন কয়েক আগে কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডে এমনই এক অগ্নিকাণ্ডে ১ বৃদ্ধার মৃত্যু হয়। দুপুরে ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় যুবকরা বাড়িতে ঢুকে দেখেন, রান্না ঘরে পড়ে রয়েছে বৃদ্ধার দেহ।বৃহস্পতিবার রাতের অগ্নিকাণ্ডে পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা। তবে বিস্তারিত তদন্ত করছে দমকল।