গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ১৮ কোটি টাকা উদ্ধার হতেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিলেন কলকাতা পুরসভার মেয়র তথা কলকাতা বন্দর এলা🌠কার বিধায়ক ফিরহাদ হাকিম। আর তার একদিন পরে ১৮🌼০ ডিগ্রি ঘুরে একপ্রকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেই সমর্থন করলেন ফিরহাদ। এ নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিকতা তরজা।
ফিরꦫহাদ বলেন, ‘রাজনীতিতে অভিযোগ ♊থাকতেই পারে তবে এজেন্সি এজেন্সির কাজ করবে। কারও বেআইনি সম্পত্তি থাকলে তাকে গ্রেফতার করতেই হবে। দেশ চালানোর জন্য এটা করা খুবই প্রয়োজন।’ এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন, ‘কেউ যদি তদন্ত করে থাকে তাহলে তাতে কোন আপত্তি নেই। অনেক গ𝐆েম এসেছে, অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অনেক টাকা লুঠ হয়ে যাচ্ছে। এজেন্সির সঙ্গে সঙ্গে মানুষকেও সচেতন হতে হবে যাতে তারা প্রতারকদের ফাঁদে পা না দেন।’ শনিবারের পর রবিবার তাঁর এই বক্তব্যকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।