সিঙ্গুর থেকে টাটারা চলে যাওয়ার পর থেকেই নানা বদনাম বয়ে বেড়াতে হয়েছে তৃণমূলকে। ন্যা💧নোকে তাড়িয়ে দিয়েছিল টিএমসি এমন কথাও শুনতে হয়েছে তৃণমূলকে। তবে সেসব আজ অতীত। এখন ঘাসফুল শিবির বার বার চেষ্টা করে কীভাবে লগ্নি টানা যায় বাংলায়। ಞএমনকী বিগত দিনে লগ্নি আনার জন্য় বিদেশেও গিয়েছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
তবে এবার জার্মানি থেকে বাংলায় আসছে লগ্নি। জার্মানির সংস্থা উইনস্রথ এই রাজ্যেই স্পেশালিটি ফার্নেস তৈরির করার কারখানা গড়ার পরিকল෴্পনা নিয়েছে। উইনস্রথ ফার্নেসেস ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস মুখোপাধ্য়ায় জানিয়🐓েছেন, আগামী ১ বছরের মধ্যে তারা ৫০-৬০ কোটি টাকা বিনিয়োগ করতে পারেন।
কার্যত বিশাল বিনিয়োগ এবার বাংলায়। এবার নিউটাউনে উইনস্রথ ফার্নেসেস ইন্ডিয়া তাদের অফিস খুলেছে। বলা ভালো ভারতে এটা তাদের অন্য়তমꦗ ও প্রথম অফিস।
এদিকে এই শিল্পে বিনিয়োগের খবর ছড়িয়ে পড়তেই অনেকের মধ্য়েই খুশির হাওয়া। শুক্♋রবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা। তিনি জানিয়েছেন, ভারতের মধ্য়ে একমাত্র নিউটাউনে এই কোম্পানি তাদের নতুন অফিস চালু করেছে। চিনে ওদের কারখানা রয়েছে। আমরা ওদের অনুরোধ করেছি এই রাজ্যে কারখানা খুলতে। পূর্ব ভারতে প্রচুর ফাউন্ড্রি ও ইস্পাত কারখানা রয়েছে, সেখানে স্পেশালিটি ফার্নেসের ব্যবহার হয়।