২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে ‘খেলা হবে’ স্লোগান তু♈মুল ভাইরা💛ল হয়েছিল। রাজনৈতিক নেতা তো বটেই আট থেকে আশি সাধারণ মানুষের মুখেও কার্যত শোনা গিয়েছিল ‘খেলা হবে’। বিধানসভা নির্বাচনে জয়লাভের পরেই ১৬ অগস্ট খেলা হবে দিবস পালন করছে রাজ্য সরকার। সেইমতোই স্বাধীনতা দিবসের পরের দিন আগামী ১৬ অগস্ট এই দিবস পালিত হবে রাজ্যজুড়ে। তবে এই দিবসে সাধারণ মানের মণ্ডপ তৈরি করার নির্দেশ দিয়েছে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতর। বিরোধীদের বক্তব্য, রাজ্য সরকারের অনুষ্ঠানে বেহিসাবি ব্যয় হয়ে থাকে। তাতে লাগাম টানার জন্য হয়তো এই চেষ্টা চালানো হচ্ছে। আবার অনেকের বক্তব্য, সরকারি ভাঁড়ারে টান পড়েছে। সেই কারণে সাধারণ মণ্ডপ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন: এবার 'খেলা হবে' দিবস পালন হ♈বে বাংলায়, ত🐟ারিখ ঘোষণা হবে শীঘ্রই
বিজেপির রাজ্য নেতা তুষার মুখোপাধ্যায় তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন, ‘মনে হচ্ছে রাজ্যের ভাঁড়ে মা ভবানী দশা।’ প্রসঙ্গত, রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, ‘অনুষಞ্ঠানের মঞ্চ জাঁকজমক করে লাভ নেই। মানুষের অংশগ্রহণ করাটাই হচ্ছে আসল কথা। আমরা চাই সর্বাধিক মানুষ এই দিবসে অংশগ্রহণ করুক।’ উল্লেখ্য ২০২১ সালের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালন করা হবে। ২০২২ সালের খেলা হবে দিবসে ১ লক্ষ ফুটবল বিভিন্ন ক্লাবগুলিকে বিতরণ করা হয়েছিল। সেই সঙ্গে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছিল বল। এবছর খেলা হবে দিবস রাজ্যের ৩৪৫টি ব্লকের পাশাপাশি ১১৯ টি পুরসভা ২৩ টি জেলা পরিষদ, কলকাতার ১৪৪টি ওয়ার্ড এবং জিটিএ এবং আইএফএ অনুমোদিত ১১৬ টি ক্লাবে পালিত হবে।