কেন্দ্রীয় বাজেটকে তীব্র কটাক্ষ করে টুইট করেছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের একাধিক নেতা নেত্রীও মোদী সরকারকে বিঁধছেন বাজেট নিয়ে। এবার পালটা জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন,চলছে কার ভরসায়! কেন্দ্রের টাকাতেই তো চলছে। কত পাবেন কদিন নির্মলাজীর সঙ্গে বসে হিসাব করে বসে যান। তাহলে কদিন আনন্দে কাটবে, যে ফূর্তি করা যাবে। এদিকে মুখ্য়মন্ত্রীকেও একহাত নেন তিনি। মমতার জিরো বাজেট কটাক্ষ প্রসঙ্গে দিলীপ বলেন, পাঁচ টাকার সরকার চলছে। আর ট্রেডমিলে হেঁটে যিনি বাজেট বানান তিনি কী করে বাজেট বুঝবেন! তাঁর কথায়, মমতা বন্দ্য়োপাধ্যায় তো ৫ টাকার সরকার চালান। তিনি বাজেটের কী বুঝবেন! মমতা কেন্দ্রের কাছ থেকে লোন নেন আর কোনও দায় না নিয়ে মানুষের মধ্যে দান খয়রাতি করেন। দাবি দিলীপ ঘোষের। পাশাপাশি তিনি বলেন, তিনি তো ট্রেড মিলে হাঁটার সময় তাড়াহুড়ো করে বাজেট বানান। তিনি বলেন, যদি আপনি কাজ চান তবে গুজরাতে যান। পড়াশোনা করতে চাইলে কর্ণাটক যান। চিকিৎসার জন্য চেন্নাই যান। আর বাংলায় বেতন চাইতে গেলে জেলে যেতে হয়। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, গত সাত বছর ধরে মোদী যা করেছেন বাজেট সেটাকেই এগিয়ে নিয়ে যাবে। এটি গরিব মানুষকে শক্তিশালী করবে, আত্মনির্ভর করবে। পরিকাঠামো বৃদ্ধিতে, কাজের সুযোগ বৃদ্ধিতে সহায়ক হবে। যারা বাড়িতে বসে থেকে টাকা চান তাঁদেরকে এই বাজেট হতাশ করবে, দাবি দিলীপের।