বিজেপির তুমুল হট্টোগোলের মধ্যে বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনা ভাষণ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আইন-শৃঙ্খলা থেকে সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রশংসা উঠে এল রাজ্যপালের ভাষণে। দুর্নীতিকে আড়াল করা হয়েছে অভিযোগ তুলে বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীর নেতৃত্বে ভাষণের শুরু থেকে 'চোর ধরো, জেল ভরো' স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। কাগজ ছিঁড়ে বিক্ষোভও দেখান তাঁরা।গত কয়েক বছর পর ফের বাজেট অধিবেশনের রাজ্যপালের ভাষণের সরাসরি সম্প্রচার হল। এর আগে পূর্বতন রাজ্যপালের সঙ্গে সংঘাতের জেরে বন্ধ ছিল বাজেট ভাষণের সরাসরি সম্প্রচার। সিভি আনন্দ বোস রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেওয়া পর জানিয়ে দেন এবারে তাঁর বাজেট ভাষণ আগের মতো সম্প্রচার হবে। সেই মতো দুপুর ২টো নাগাদ ভাষণ দিতে শুরু করেন রাজ্যপাল। কিন্তু শুরু থেকেই বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা স্লোগান দিতে থাকেন 'চোর ধর, জেল ভরো'। তাঁদের ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতেও শুনতে পাওয়া যায়। সেই সময় সভায় উপস্থিত ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের ভাষণ চলাকালীন বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন। তার মধ্যেই ভাষণ চালিয়ে যান রাজ্যপাল। সেই ভাষণ চলাকালীন বিজেপি বিধায়কদের কাগজ ছিঁড়ে ছুড়তে দেখা যায়। সেই কাগজ রাজ্যপাল বাজেট ভাষণের কপি কিনা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে বিধায়কদেক দেওয়া ভাষণের কপি ছেড়া হয়েছে। পরে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন বিধানসভা থেকে। তাঁরা বাইরে স্লোগান দিতে থাকেন।ভাষণ শেষ করে রাজ্যপাল বিধানসভার বাইরে গেলে হলে সেখানেও বিজেপি বিধায়করা স্লোগান চালিয়ে যান। রাজ্যপাল চলে যাওয়ার পরও তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন।