ময়দানে ঘোড়ার গাড়ি নিয়ে বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া কোনও ঘোড়ার গাড়ি চালানো যাবে না বলে হাইকোর্টের প্রধান বিচারপতি টꦚিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে রাজ্যকে লাইসেন্সবিহীন ঘোড়ার গাড়ি চিহ্নিত করার নির্দেশ দিয়েছে আদালত।
প্রধান বিচারপতি বলেছেন, গাড়ির লাইসেন্স এবং উপযুক্ত নথি না থাকলে সেই গাড়ি বাজেয়াপ্ত করতে হবে। গাড়ির মালিক নতুন করে লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। কিন্তু সরকারি ডাক্﷽তারের কাছে স্বাস্থ্য পরীক্ষার পরই লাইসেন্স দেওয়া যাবে।💝
ময়দানে ঘোড়ার গাড়ি চড়া কলকাতার অন্যত💯ম আকর্ষণীয় বিষয়। শহরের মানুষরা তো বটেই বিদেশ থেকে যাঁরা আসেন তাঁরাও চেষ্টা করেন ঘোড়া গাড়ি চড়তে। মামলাকারী পশুপ্রেমী সংগঠনের অভিযোগ, গাড়▨ির টেনে নিয়ে যাওয়া ঘোড়াগুলির ঠিকমতো যত্ন নেওয়া হয় না। ফলে কঙ্কাল সার চেহারা ঘোড়াগুলির।
(পড়তে পারেন। 🌄এক পঞ্চায়েতে ২৭ জনকে টাকা ফেরাতে নির্দেশ, মথুরাপুরে𒀰 বেলাগাম দুর্নীতি আবাস যোজনায়)
এই ঘোড়াকে কেন্দ্র করেই কলকাতা হা🐓ইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। হাইকোর্টে রাজ🔯্য জানায়, লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া ময়দান এলাকায় ঘোড়ারা গাড়ি চলতে দেওয়া হবে না। অভিযোগ ওঠে, রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতিমানা হয়নি। মামলাকারী পশুপ্রেমী সংগঠনের প্রস্তাব ছিল, ময়দানে ঘুরে বেড়ানো ও অন্যান্য সব ঘোড়াদের নিয়মিত লাইসেন্স পরীক্ষা করতে হবে। ফলে ঘোড়ার মালিকানা ও জন্ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারা যাবে।