প্রচুর পরিমাণে মাদক লুকিয়ে রেখেছে দুষ্কৃতীরা। গোপন সূত্রে সেই খবর পেয়ে বেনিয়াপুকুরের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ছিলেন শুল্ক দফতরের আধিকারিকরা। আর তল্লাশি চালাতেই যা খুঁজে পাওয়া গেল তা দেখে চোখ ছানাবড়া আধিকারিকদের। বাড়িতে মিলল চার কোটি টাকার কালো নোট। বেনিয়াপুকুর থানার হাতিবাগানের ওই বাড়ি থেকে ৪.০৫ কোটি টাকা উদ্ধার করেছেন আধিকারিকরা। এ ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই বড়সড় চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। শুল্ক দফতর সূত্রের খবর, তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে ওই বাড়িতে প্রচুর পরিমাণে মাদক লুকিয়ে রাখা হয়েছে। সেইসূত্রেই শুল্ক দফতরের সুপারেনটেনডেন্ট নেতৃত্বে দুজন ইন্সপেক্টর শনিবার ওই বাড়িতে তল্লাশি চালান। জানা যাচ্ছে, ওই বাড়ির একটি আলমারির উপরে থাকা কাগজের বাক্স থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণের টাকা। যদিও তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে মাদক উদ্ধার হয়নি তবে এত পরিমাণ টাকা কোথা থেকে এল? তা নিয়ে প্রশ্ন উঠেছে।মাদক কেনার জন্য এই টাকা রাখা হয়েছিল নাকি এর পিছনে অন্য কোনও রহস্য জড়িয়ে রয়েছে ? আবার এর পিছনে বড়সর প্রতারণা চক্র জড়িয়ে থাকার সম্ভাবনাও অধিকারিকরা এড়িয়ে দিচ্ছেন না। এই ঘটনায় আরও কারা কারা জড়িত রয়েছে তা জানার জন্য যে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর এই সমস্ত বিষয় স্পষ্ট হবে বলে মনে করছেন শুল্ক দফতরের আধিকারিকরা।