রাজ্যে ৬ বিধানসভা উপনির্বাচনে হারের জন্য তৃণমূলের বিরুদ্ধে ভোটের নামে প💯্রহসন করার অভিযোগ তুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শনিবার দুপুরে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি তো জানতাম ৬টাতেই হারব। অনেক জায়গায় তো বিরোধীরা কত শতাংশ ভোট পাবে সেটাও তৃণমূলই ঠিক করে।
আরও পড়ুন - ‘যে IPSরা তৃণমূলের হয়ে ইলেক্টোরাল বন্ডে টাকা তু💙লেছেন তাদের নাম বলুন’
পড়তে থাকুন - জনসংখ্যা প্রায় ২ লক্ষ, জলাজমি ভরিয়ে গজিয়𒆙ে ওঠা গুলশন কলোনিতে ভোটার মেরেকেটে ২,৮০০
এদিন দিলীপবাবু বলেন, ‘ভোট ওরাই করায় ওরাই জেতে। সিতাইয়ের আগে দিনহাটাতেও উপ নির্বাচন হয়েছিল, দেখে নিন। ৯০ শতাংশ ভোট ওরাই পায়। ভোট করতে দেয় না। সিতাইয়ে এবারও প্রচার করতে গিয়েছ𓂃িলাম গ্রামে। লোক অন্য কথা শুনছে না। বলছে, ভোট দিতে বেরবো কি না বাড়ি থেকে। ভোট দিতে পারব কি না? এই পরিস্থিতে ভোট হয়। তাই আমরা খুব বেশি প্রত্যাশা করিনি ওখান থেকে।’
উপনির্বাচনে হারে কি অস্বস্তিতে বিজেপি? দিলীপবাবু বলেন, ‘এতে অস্বস্তির কিছু নেই। যা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। জানতাম ৬টাতেই হারব। জেতার কোনও🧜 চান্সই নেই। আমি তো কমপক্ষে জানতাম। বাকিরা কে কী বলেছে জানি না। আমি প্রচার করেছি, গেছি, পরিস্থিতি দেখেছি। কম বেশি হতে পারে ভোট ইত্যাদি। সেটা হয়েছে। কোথাও বেশি ভোটের ফারাক, বিশেষ করে হাড়োয়া ও সিতাইয়ে ভোট ওরাই করাবে। বিরোধীরা কত শতাংশ ভোট পাবে সেটা ওরাই ঠিক করবে। তালডাংরা আমার মনে হয়েছিল একটু ভালো হবে। আর মাদারিহাটেও লড়াই হবে ভেবেছিলাম।’
আরও পড়ুন - কল্যাণের দাবি মন্দারমণির হোটেল তৈরি হয়েছে ২০০৯ পর্যন্তꦰ, উপগ্রহ ছবি বলছে অন্য কথা
শনিবার পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা উপ নির্বাচনের ভোটগণনা হলে দেখা যায় ৬টিতে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। এর মধ্যে একমাত্র মাদারিহাট কেন্দ্রটি ছিল বিজেপির দখলে। সেটিও ছিনিয়ে নিয়েছে তৃণমূল। হাড়োয়া, স🐲𒈔িতাই, তালডাংরা, মেদিনীপুর ও নৈহাটিতে তৃণমূলের জয়ের ব্যবধান বেড়েছে।