কলকাতা বিমানবন্দরে এ♛য়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে ধাক্কা মারল ইন্ডিগোর বিমান। বুধবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি দাঁড়িয়েছিল। রানওয়েতে নড়াচড়ার সময় সেই বিমানে ধাক্কা মারে কলকাতা-দ্বারভাঙা ইন্ডিগো বিমানটি। তার জেরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের একটি দিকের ডানা ক্ষতিগ্রস্ত হয়🌳েছে। ডানার একাংশ ভেঙে পড়ে গিয়েছে। তবে আর কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। সেই ঘটনায় ইতিমধ্যে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। আর ইন্ডিগোর দুই পাইলটকে আপাতত বসিয়ে দেওয়া হয়েছে।
ঠিক কী হয়েছিল ঘটনাটি?
ভারতের অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএয়ের এক শীর্ষকর্তা জানিয়েছেন যܫে কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৭৩৭ ভিটি-টিজিজি বিমান দাঁড়িয়েছিল। তারইমধ্যে ইন্ডিগোর এ৩২০ ভিটি-আইএসএস বিমানটি ট্যাক্সিং করছিল। সেইসময় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৭৩৭ ভিটি-টিজিজিতে ওই ইন্ডিগোর বিমানটি ধাক্কা মারে। সেই ঘটনার পরই বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ডিজিসিএ। দুটি বিমানকেই আপাতত বসিয়ে দেওয়া হয়েছে। আর ইন্ডিগোর দুই পাইলটের নাম আপাতত রোস্টার থেকে কেটে দেওয়া হয়েছে বলে জান𒁃িয়েছেন ডিজিসিএয়ের ওই আধিকারিক।
তিনি বলেছেন, ‘ওই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি আমরা। ইন্ডিগো ﷺএয়ারলাইন্সের দুইജ পাইলটকেই বসিয়ে দেওয়া হয়েছে। তদন্তের সময় গ্রাউন্ড স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হবে। পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার জন্য দুটি বিমানকেই বসিয়ে দেওয়া হয়েছে।’
সেই ঘটনার পরে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, ধাক্কার পরে নিয়ম মোতাবেক বিমানটিকে বে'তে ফꦜিরিয়ে আনা হয়। তার ফলে ইন্ডিগোর ৬ই-৬১৫২ কলকাতা-দ্বারভাঙা বিমানটি নির্দিষ্ট সময় কলকাতা বিমানবন্দর থেকে উড়ে যেতে পারেনি। যাত𒁏্রীদের যাবতীয় সহযোগিতা করা হচ্ছে। একটি বিকল্প বিমানেরও আয়োজন করা হয়েছে। প্রোটোকল মেনে ডিজিসিএয়ের কাছে একটি পূর্ণাঙ্গ রিপোর্টও জমা দেওয়া হচ্ছে বলে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে।
অন্যদিকে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে জানানো হয়েছে, যে বিমানটিতে ধাক্কা লেগেছে, সেটি চেন🐟্নাইয়ে উড়ে যাওয়ার কথা ছিল। রানওয়েতে ঢুকতে যে সবুজ সংকেতের প্রয়োজন হয়, সেটার জন্য কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করছিল। কিন্তু দুর্ঘটনার পরে বে'তে ফির𒐪িয়ে আনা হয় বিমানটিকে। তার জেরে কলকাতা-চেন্নাইয়ের বিমানের যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ।