গোটা দেশের পাশাপাশি এই বাংলাও দেখেছে করোনার ভয়াবহ দাপট। একের পর এক প্রাণ চলে গিয়েছে। চোখের সামনে প্রিয়জনকে কেড়ে নিয়েছে করোনা। এমনকী পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে যায় যে শেষ দেখাও দেখতে পারেননি আত্মীয়রা। তার রেশ চলছে এখনও। এই বাংলাতেই এমন অনেকে রয়েছে যারা অনাথ হয়ে গিয়েছে করোনার থাবায়। বাবা অথবা মা একজনকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে তারা। এমন নজিরও রয়েছে। এবার সেই অথৈ জলে পড়ে যাওয়া শিশু ও নাবালকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ইতিমধ্যেই বুধবার আসানসোল থেকে একটি বিশেষ অ্যাপের সূচনা করেন রাজ্য়ের নারী, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা। নাম দেওয়া হয়েছে স্নেহছায়া। এতদিন বাবা মায়ের যে স্নেহছায়া বড় হয়ে উঠছিল ওই শিশু কিশোররা তারাই আচমকাই দেখেছে করোনা এসে কেড়ে নিয়ে গিয়েছে সেই স্নেহছায়া। সেই নাবালকদের পাশে থাকার অঙ্গীকার করলেন মন্ত্রী। এই প্রকল্পে উল্লেখ করা হয়েছে, করোনা থাবায় বাবা, মাকে হারানো শিশু ও নাবালকদের দেখভাল করবে স্নেহছায়া। শিশুটির শারীরিক অবস্থা, পড়াশোনা করছে কি না, কোনও আর্থিক সমস্যা হচ্ছে কি না, সব থাকবে রাজ্য সরকারের এই বিশেষ অ্য়াপে। ইতিমধ্য়েই রাজ্যে ৬ হাজার ৭৭৩জন এমন অপ্রাপ্তবয়স্কদের চিহ্নিত করা হয়েছে। যাদের তথ্য থাকছে এই অ্যাপে। মূলত এটি একটি নজরদারি বা মনিটরিং অ্যাপ। যাতে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী থেকে সর্বস্তরের আধিকারিকরা নজরদারি করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন।