ডিসেম্বরেই চালু হতে চলেছে কলকাতা মেট্রোর নতুন ২ শাখা। ൩জোকা - তারাতলা মেট্রোর পর এবার নিউ গড়িয়া - বিমানবন্দর মেট্রো চালুর কথা ঘোষণা করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা। দিন কয়েক পরেই অবসর নেবেন তিনি। তার আগে বুধবার পার্ক স্ট্রিট স্টেশনে উত্তর দক🔜্ষিণ মেট্রোর নতুন টোকেনের উদ্বোধন করেন অরুণ আরোরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার বলেন, ‘কলকাতা মেট্রো দেশের সব থেকে পুরনো মেট্রো। কিন্তু এর মোট দৈর্ঘ মাত্র ৪১ কিলোমিটার। আমরা🐻 এবছর আরও ১৩ কিলোমিটার মেট্রোপথ সংযোজন করতে চলেছি। যা এক বছরে কলকাতা মেট্রোয় দীর্ঘতম সংযোজন। জোকা - তারাতলা মেট্রো চলতি মাসেই চালু হয়ে যাবে। সঙ্গে নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রু♛বি) পর্যন্ত মেট্রো আমরা এবছরেই শেষে চালু করে দিতে পারব। খুব দেরি হলে ওই মেট্রোপথ আপনারা নববর্ষের উপহার হিসাবে পাবেন।’
তিনি আরও জানিয়েছেন, ১০ ড♕িসেম্বরের মধ্যে জোকা - তারাতলা মেট্রো পুরোপুরি তৈরি হয়ে যাবে। সেখানে শুধুমাত্র টোকেন সংগ্রহের দরজা বসানো বাকি। ⛄দরজাগুলি বন্দরে এসে পৌঁছেছে। সেগুলি মেট্রো স্টেশনগুলিতে স্থাপন করতে ৩ – ৪ দিন সময় লাগবে। তার পর কেন্দ্রীয় রেলমন্ত্রীকে আমরা এই মেট্রোপথ কলকাতাবাসীকে উৎসর্গ করার জন্য সময় দিতে অনুরোধ করব।