আর কয়েকদিন পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে পারেন জোকা-তারাতলা রুটের বাণিজ্যিক মেট্রো পরিষেবা। এর আগে শনিবার মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরার উপস্থিতিতে জোকা ও তারাতলার মধ্যে পরীক্ষামূলক ভাবে ছুটল মেট্রো। মেট্রোর ট্রায়াল রানে খুশি জিএম। এদিন মেট্রোর ট্রায়াল রানের সময় রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকও উপস্থিত ছিলেন। এদিন জিএম অর🦩ুণ অরোরা শেষ এই রুটের মেট্রো স্টেশনগুলির শেষ মুহূর্তের প্রস্ততি খতিয়ে দেখেন নিজে। যাত্রী সুরক্ষার দিকটিও এদিন খতিয়ে দেখা হয় বলে জানা গিয়েছে।
জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো লাইনের (পার্পল লাইন) প্রথম ফেজের কাজ সম্পন্ন হয়েছে চলতি মাসেই। জানা গিয়েছিল, জোকা মেট্রোর উদ্বোধন করতে পারেন কেন্দ্র💫ীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। প্রশাসনিক বৈঠক করতে কলকাতায় এসেছিলেন তিনি। তবে জোকা মেট্রো উদ্বোধন করেননি শাহ। এই আবহে আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদীই এই রুটে মেট্রো রেলের সূচনা করতে পারেন বলে জানা গিয়েছে। 'ওয়ান ট্রেন সিস্টেম' অনুযায়ী জোকা-তারাতলার মধ্যে মেট্রো চলবে। অর্থাৎ জোকা থেকে একটি মেট্রো ছাড়বে। তা তারাতলা হয়ে ফের জোকায় ফিরবে।
জোকা থেকে তারাতলার দূরত্ব ৬.৫ কিলোমিটার। জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা – এই ছ’টি স্টেশন ধরবে এই রুটে। স্বাভাবিক গতিতে মেট্রো 🥀ছুটলে জোকা থেকে তারাতলা যেতে লাগবে ১৮ থেকে ১৯ মিনিট। আপাতত জোকা-তারাতলা পর্যন্ত সর্বোচ্চ ২০ টাকা ভাড়া পড়বে। সর্বনিম্ন ভাড়া থাকছে পাঁচ টাকা। জোকা থেকে ঠাকুরপুকুর গেলে ভাড়া হতে পারে ৫ টাকা। জোকা থেকে সখের বাজার এবং বেহালা চৌরাস্তার ভাড়া হতে পারে ১০ টাকা। জোকা থেকে বেহালা বাজার এবং তারাতলার ভাড়া হতে পারে ২০ টাকা।
এদিকে ঠাকুরপুকুর থেকে মেট্রোতে উঠলে জোকা বা সখের বাজার যেতে খরত হতে পারে ৫ টাকা। ঠাকুরপুকুর থেকে বেহালা চৌরাস্তা, বেহালা বাজার যেতে লাগতে পারে ১০ টাকা। এবং তারাতলা যেতে খরচ হতে পারে ২০ টাকা। এদিকে সখেরবাজার থেকে ঠাকুরপুকুর ও বেহালা চৌরাস্তা যেতে লাগতে পারে ৫ টাকা। তাছাড়া সখের বাজার থেকে জোকা, বেহালা বাজার, তারাতলা যেতে লাগতে পারে ১০ টাকা। চৌরাস্তা থেকে সখেরবাজার এব♌ং বেহালা বাজার যেতে খরচ হতে পারে ৫ টাকা। তাছাড়া জোকা, ঠাকুরপুকুর এবং তারাতলা যেতে খরচ হতে পারে ১০ টাকা। বেহালা বাজার থেকে জোকা যেতে লাগতে পারে ২০ টাকা। বেহালা চৌরাস্তা এবং তারাতলা যেতে লাগতে পারে ৫ টাকা। তাছাড়া ঠাকুরপুকুর ও সখেরবাজার যেতে লাগতে পারে ১০ টাকা। এদিকে তারাতলা থেকে জোকা ও ঠাকুরপুকুর যেতে লাগতে পারে ২০ টাকা করে। চৌরাস্তা ও সখেরবাজার যেতে লাগতে পারে ১০ টাকা করে। তারাতলা থেকে বেহালা বাজারের ভাড়া হতে পারে ৫ টাকা।