ফের হেয়ার স্ট্রিট থানার ওসিকে তলব। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ভুয়ো ডিরেক্টর মামলায় ওসিকে তলব করে🌼ছেন বলে খবর। এজন্য তিনি ৪৫ মিনিট সময় বেঁধে দেন। না এলে তাঁকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হবে বল𝓰েও তিনি জানিয়ে দেন।
সূত্রের খবর, ভুয়ো অধিকর্তা নিয়োগের মাধ্য়মে পিএফের টাকা লুঠ হয়েছে বলে দুটি সংস্থার বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় আগেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপা🌼ধ্য়ায় এর আগেও আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। দুটি বেসরসকারি সংস্থার বিরুদ্ধে তাদেরই অবসরপ্রাপ্তরা মামলা করেছিলেন। তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই মামলার শুনানির সময় দুটি সংস্থার ৫জন অধিকর্তাকে তলব করা হয়েছিল।
এদিকে এর আগে পাঁচজন অধিকর্তাকে জেরা করার জন্য SFIO-কেও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কিন্তু সেবার তারা বিচারপতির এজলাসে জানিয়েছিলেন, তাঁরা হেয়ার স্ট্রিট থানায় গিয়েছিলেন। থানায় অভিযোগ জানানো হয়েছে। কিন্তু হেয়ার স্ট্রিট থানার পুলিশ জানিয়েছে আদালতের অর্ডারের কপি পেলে তারপর আদালতের অর্ডারের প্রতিলিপি দেখে তা নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষর নির্দেশ পেলে তারপর এফআইআর করা হবে। এরপর ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হেয়ার স্ট্রিট থানার উ🍸পর ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি।