রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তা নিয়ে তৃণমূলের অন্দরে নানা দুশ্চিন্তা তো রয়েছেই। তবে নতুন করে একটা চিন্তা মাথাচাড়া দিচ্ছে শাসকদলের অন্দরে। তৃণমূলের পরিষদীয় দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেখভাল করেন রাজ্যের তিনমন্ত্রী। তার মধ্যে অন্য়তম জ্যোতিপ্রিয় মল্লিক। অপর দুই মন্ত্রী হলেন ফিরহাদ হাকিম ও শোভনদেব চট্টোপাধ্য়ায়। এই অ্যাকাউন্টে🉐ই বিধায়করা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখেন। কিন্তু এবার সেই অ্যাকাউন্টের কী হবে?
কারণ সেই অ্য়া💦কাউন্ট পরিচালনার জন্য় তিন মন্ত্রীর সই লাগে। কিন্তু দুজন মন্ত্রী বাইরে থাকলেও একজন♉ তো জেলবন্দি। সেক্ষেত্রে তাঁর সই ছাড়া কীভাবে টাকা তোলা যাবে তা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তার অন্ত নেই।
এদিকে দলের অন্দরে এনিয়ে নানা কানাঘুষো শুরু হয়ে গিয়েছে। কীভাবে এই অ্যাকাউন্ট পরিচালনা করা✅ হবে সেটাই এখন তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। তবে সূত্রের খবর, আপাত💫ত দলের ওপরমহলের সঙ্গে আলোচনা করে এই জট থেকে মুক্ত হওয়ার রাস্তা খুঁজছে দল।
এদিকে জ্য়োতিপ্রিয় মল্লিক শুধু প্রাক্তন খাদ্যমন্ত্রী হলে বড় কোনও সমস্যা তৈরি হত না। অনেকের মতে, এতে দলের দায় এড়িয়ে যাওয়াটা সুবিধাজনক হত। কিন্তু বনদফতরের মতো গুরুত্বপূর্ণ 🐷দফতর রয়েছে জ্যোতিপ্রিয়র হাতে। কিন্তু মন্ত্রী মশাই তো জেলে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের জঙ্গল কার্যত অভিভাবকশূন্য। বাঘ-বাইসন-হাতিদের নিয়ে সিদ্ধান্ত নেবেন কে? কারণ মন্ত্রী গ্রেফতার হওয়ার পর থেকে বনদফতরের অন্দরেও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিজ্ঞ মহলের মতে, বহু ক্ষেত্রে পদস্থ কর্তারা কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মন্ত্রীর সঙ্গে কথা বলেন। এক্ষেত্রে সেটা কতটা সম্ভব হবে তা নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে জঙ্গলও খুলে গিয়েছে। শীতকাল আসছে। চোরাশিকারীর হাত থেকে বন্য জন্তুদের বাঁচাতে এই সময় আরও সক্রিয় হন বনকর্মীরা। কিন্তু মন্ত্রীই তো গ্রেফতার। এবার কি হবে বাঘ-বাইসনদের?
তার পাশাপাশি বিধানসভা ভবনের একতলায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য একটি ঘর রয়েছে। কিন্তু সেই ঘরের কে হবে? সেই ঘরের হাল কি পার্থ চট্টোপাধ্য়ায়ের জন্য নির্দিষ্ট ঘরের মতোই হবে? কারণ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় দীর্ঘদিন ধরে জেলে বন্দি। তার ঘরে ব✱সার মতো কেউ নেই। মন্ত্রিসভা থেকেও বাদ দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়কে। বিধানসভায়𝔍 তার ঘরও তালাবন্দি। এবার সেই তালাবন্দি ঘরের তালিকায় যুক্ত হল পার্থ চট্টোপাধ্য়ায়ের নাম। কিন্তু সেই ঘরও কি দিনের পর দিন ধরে তালাবন্দি থাকবে? জ্যোতিপ্রিয় জেলে থেকেই কি বনমন্ত্রীর দায়িত্ব সামলাবেন? সেটা কি আদৌ সম্ভব?