বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকেও উঠে এল বাংলা। যে বাংলায় একুশের পর থেকে একটি নির্বাচনেও জিততে পারেনি বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনে কিছু আসন পেলেꦑও হেরেছিল। এবার বাংলায় খুন, হিংসা চলছে বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আর তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষদস্তিদার।
ঠিক কী নিন্দা করেছেন সাংসদ? স্মৃতি ইরানির অভিযোগের প্রেক্ষিতে কাকলি ঘোষদস্তিদার তাঁর টুইটে লেখেন, ‘বিজেপি শাসিত ত্রিপুরায় উপনির্বাচনে ভয়ঙ্কর হিংসা দেখেছি। আমাদের কর্মীদের উপর নির্মমভাবে হামলা চালানো হয়েছে। এমনকী পুলিশকর্মীরা আক্রান্ত হয়েছেন💮। বয়ষ্করাও পর্যন্ত ছাড় পাননি। স্মৃতি ইরানির সেটা নিয়ে ভাবা উচিত।’
ঠিক কী অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর? এদিন সাংবাদ🅠িক বৈঠক করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, ⭕‘বাংলা, কেরলে বিজেপি কর্মীদের খুন করা হয়েছে। কাশ্মীরে সন্ত্রাসবাদীদের শিকার বহু বিজেপি কর্মী। জনকল্যাণমুখী কাজে বাধা দিচ্ছেন বিরোধীরা। পরিবারতন্ত্র ও ꦦদুর্নীতিতে অভিযুক্ত বিরোধীরা।’ এই মন্তব্যেরই ভিডিয়ো নিয়ে টুইটারে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ।
উল্লেখ্য, এখন নজরে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। একইসঙ্গে ২০২৩ সালে ✤একাধ♒িক রাজ্যে বিধানসভা নির্বাচনও রয়েছে। তাই তার রণকৌশল ঠিক করতে ব্যস্ত বিজেপি। সেখানে বাংলায় জায়গা করা বেশ কঠিন বলেই তাঁরা মনে করছেন। এই কারণে শনিবার থেকে হায়দরাবাদে শুরু হওয়া বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে উঠেছে এসেছে বাংলার প্রসঙ্গ।