২০২৩ সালের জুন মাস থেকে কালীঘাট মন্দির সংস্কারের কাজ শুরু হয়। আর তা করে রিলায়েন্স গোষ্ঠী। লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল চলতি বছর ডিসেম্বর মাস। তার মধ্যেই সংস্কারের কাজ শেষ হবে। আর তারপর কালীঘাট মন্দির কমিটির হাতে তুলে দেওয়া হবে। তবে তা হচ্ছে না। এখন খতিয়ে দেখে বোঝা গেল, সংস্কারের কাজ শেষ করতে আরও কটা মাস সময় লাগবে🐟। সংস্কারের কাজে হাত দিয়ে রিলায়েন্স গোষ্ঠী জানতে পারে কালীঘাটের মূল মন্দির, গর্ভগৃহ, ভোগ–ঘর এবং নাটমন্দির কলকাতা পুরসভার গ্রেড–এ হেরিটেজের তালিকাভুক্ত। তারপর গত অক্টোবর মাসে কালীঘাট মন্দিরের গ্রেড–এ হেরিটেজের তালিকাভুক্ত জায়গাগুলির সংস্কারের অনুমতি পায় তারা। শুরু হয় সংস্কারের কাজ।
এদিক𝔍ে এখন ডিসেম্বর মাসে পৌঁছে রিলায়েন্স কর্তারা বুঝতে পেরেছেন কালীঘাট মন্দির পুরোপুরি সংস্কার করতে আরও ৬ মাস সময় লাগতে পারে। এই বিষয়ে মন্দির কমিটির সহ–সভাপতি বিদ্যুৎ হালদার বলেন, ‘এত ঐতিহ্যবাহী একটি মন্দিরকে সংস্কার করা খুব সহজ কাজ নয়। সেখানে আবার মন্দির খোলা রেখে সবকিছুর সংস্কারের কাজ করতে হচ্ছে রিলায়েন্সকে। সম্পূর্ণ অনুমতির জন্য অপেক্ষা করতে হয়েছিল। সংস্কারের কাজ তাই খানিকটা থমকে গিয়েছিল। কিন্তু এ🦂তকিছুর পরও যেভাবে মন্দির সংস্কারের কাজ করা হচ্ছে সেটা দেখে আমরা মুগ্ধ। তবে সময় লাগবে।’
অন্যদিকে সংস্কার ন♔া হলে এই মন্দির ভেঙে পড়তে পারত। এমন পরিস্থিতি তৈরি হয়। সেখান থেকে গোটা বিষয়টি খুব সুন্দরভাবে এগোয়। বিদ্যুৎ হালদারের কথায়, ‘মাত্র ছয় মাসের মধ্যে এত বড় কাজ করা যায় নাকি! এই মন্দির সংস্কারের কাজ তো মুখের কথা নয়। সব ঠিকভাবে মিটতে গেলে সময় লাগবেই। উন্নতমান🐬ের প্রযুক্তি দিয়ে মন্দির সংস্কার করা হচ্ছে।’ কালীঘাট মন্দির সংস্কার করার দায়িত্ব রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় কলকাতা পুরসভাকে। তারপর চৈত্র সংক্রান্তিতে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই সংস্কারের কাজ ঢিমেতালে হচ্ছে শুনে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: পবনপুত্রের ধাক্কায় ছাদ থেকে নীচ༺ে পড়লেন গৃহবধূ, নদিয়ায় মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া
তারপর মুখ্যমন্ত্রী স্বয়ং রিলায়েন্স গোষ্ঠীকে মন্দির সংস্কারের দায়িত্ব নিতে বলেন। তার মাঝে অনেকটা সময় বয়ে যায়। ২০১৯ সালে কালীঘাট মন্দির সংস্কারের দায়িত্ব দেওয়া হয় কলকাতা পুরসভাকে। তারপর প্রায় ৪ বছর কেটে গেলেও কালীঘাট মন্দির সংস্কারের কাজ শেষ হয়নি। এটা নিয়ে তৈরি হয় অসন্তোষ। এই কথা জানার পর▨ই মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দির সংস্কারের দায়িত্ব রিলায়েন্স গোষ্ঠীকে দেওয়ার বিষয়ে উদ্যোগী হন। আর ২০২৩ সালের জুন মাস থেকে কালীঘাট মন্দির সংস্কারের কাজে হাত দেয় রিলায়েন্স গোষ্ঠী। এখন লাগবে আরও সময়।