কলকাতা পুরসভায় ইদুরের তাণ্ডব দীর্ঘদিনের। তার ওপর সম্প্রতি সাপের দেখা মিলেছে পুরসভার ট্রেজারি বিভাগে। যার ফলে পুরসভা কর্মীদের আতঙ্ক বেড়েছে। এমন অবস্থায় কামড়ের ভয়ে অনেকেই চেয়ারে পা তুলে বসে থাকছেন। এর ফ♔লে আবার দেখা দিচ্ছে পায়ের ব্যাধি। তারওপর ইঁদুর মারার নির্দেশ নেই। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ইদুর মারা চলবে না।🍬 এই পরিস্থিতিতে বিশেষ পদ্ধতিতে ইঁদুর তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা।
আরও পড়ুনঃ কলকাতা পুরসভ🦩ায় ধরা পড়ল দাঁড়াশ সাপ, বন দফতরকে না জানিয়ে মেরে ফেলার অভিযোগ
কলকাতা পুরসভা সূত্রের খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইঁদুর না মেরে তাকে জব্দ করতে হবে। তার ওপর সম্পতি সাপের দেখা পাওয়ায় পুরসভার তরফে প্রতিটিꩵ অফিস ঘর ভালো করে সাফাই করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইঁদুরকে জব্দ করার জন্য কলকাতা পুরসভার আলো বিভাগের তরফে ৪ জায়গায় বিশেষ ধরনের🥂 যন্ত্র বসানো হয়েছে।
কন্ট্রোল রুম থেকে এই যন্ত্রের সাহায্যে শব্দতরঙ্গ পাঠিয়ে ইঁদুরܫ তাড়াচ্ছে কলকাতা পুরসভা। এর জন্য মেয়রের ঘর, কনফারেন্স রুম, নিউমার্কেটের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা দফতরের ৪ তলায় তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিটি জায়গায় কন্ট্রোল ইউনিট এবং একাধিক অ্যান্টেনা রাখা হয়েছে। তার সাহায্যে শব্দ তরঙ্গ পাঠিয❀়ে ইঁদুর তাড়ানো হচ্ছে।
প্রসঙ্গত, পুরসভায় ইঁদুরের তাণ্ডবে কার্যত নাজেহাল অবস্থা কর্মীদের। তাঁরা জানাচ্ছেন, দিনভর পুরসভার ট্রেজারি বিভাগের অফিসে ধেড়ে ইঁদুরের দল❀ ঘুরে বেড়াচ্ছে🐟। তার ওপর সম্প্রতি সাপ বেরোনই কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকের বক্তব্য, সাপের হয়তো ছানাপোনাও রয়েছে।