লড়াইটা ছিল সুব্রত মুখোপাধ্যায়ের ‘ভাবশিষ্য’ ও বোনের। সেই মর্যাদার লড়াইয়ে কলকাতা পুরনিগমের ৬৮ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়। পরাজিত হলেন সুব্রতের বোন তনিমা চট্টোপাধ্যায়।৬৮ নম্বর ওয়ার্ডের ভোটের ফলাফলের আপডেট:জয়ী হলেন সুদর্শনা মুখোপাধ্যায়।প্রথম রাউন্ডের শেষে এগিয়ে আছেন সুদর্শনা। ৫০০ ভোটে এগিয়ে আছেন তিনি।৬৮ নম্বর ওয়ার্ডে লড়াই দাঁড়িয়েছে - সুব্রত মুখোপাধ্যায়ের ভাবশিষ্য (সুদর্শনা নিজেকে সেভাবেই তুলে ধরেছেন) বনাম সুব্রত মুখোপাধ্যায়ে বোন।পুরভোটের আগে যত কাণ্ড হয়েছিল ৬৮ নম্বর ওয়ার্ডকে ঘিরে। প্রাথমিকভাবে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু পরে বিদায়ী কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়কে টিকিট দেয় ঘাসফুল শিবির। তা নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তনিমা। নির্দল হিসেবে লড়াই করেছেন তিনি। অন্যদিকে, বিজেপির টিকিটে লড়ছেন পিঙ্কি ঘোষ। সিপিআইয়ের প্রার্খী ডরোথি মজুমদার ঘোষাল।