সাতসকালে পাতালপথে মেট্💙রো বিভ্রাট দেখা দিল। আর তার জেরে নাকাল হলেন মেট্রো নিত্যযাত্রীরা। দমদম থেকে কবি সুভাষ রুটে বিঘ্নিত হয়েছে মেট্রো পরিষেবা। সিগন্যাল ব্যবস্থায় তীব্র গোলযোগের জেরে এই লাইনে মেট্রো চলাচল থমকে গেল। আজ শনিবার সকালে অফিস যাত্রীদের শোভাবাজার সুতানুটি স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছে। তবে কবি সুভাষ থেকে দমদমের দিকে ট্রেন যাতায়াত করছে। বারবার মেট্রো রেলে এমন বিভ্রাট দেখা দেওয়ায় যাত্রী স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। মেট্রো স্টেশন থেকে সকল যাত্রীকে বেরিয়ে যেতে বল♛া হয়েছে। স্টেশনের বোর্ডে লিখে দেওয়া হয়েছে ‘পরিষেবা বন্ধ’ আছে।
এদিকে আজ সকালে স্কুল–কলেজের ছাত্রছাত্রীদের ভিড় ছিল মেট্রোতে। তবে কেন এমন সমস্যা হল? সেটা এখনও স্পষ্ট নয়। মেট্রোয় সমস্যা দেখা দেওয়ায় অন্য স্টেশনগুলিতেও ট্রেন প্রবেশ করেনি। বেলগাছিয়া, শ্যামবাজার, চাঁদনী চকে যাত্রীদের অভিযোগ, আজ সকালে সঠিক সময়ে ট্রেন স্টেশনে আসেনি। সকাল ৭টা ৫ মিনিট নাগাদ দমদম থেকে যে মেট্রো ছেড়েছিল সেটা শোভাবাজার পর্যন্ত গিয়ে থেমে যায়। আর যাত্রীদের নেমে যেতে বলা হয়।꧃ পরিস্থিতি এমন আকার ধারণ করে যে আতঙ্কে ভুগতে থাকেন নিত্যযাত্রীরা। ট্রেনের মধ্যে এবং স্টেশনে ঘোষণা করা হয়, আপাতত পরিষেবা ব🐬ন্ধ করা হচ্ছে। যাত্রীদের ট্রেন থেকে নেমে যেতে বলা হচ্ছে।
আরও পড়ুন: কলকাতা পুলিশের পাঁচ ইনস্পেক্টরকে বদলির নোটিশ, কোপ পড়ল কাঁকসা থানার আইসির উপর
অন্যদিকে এই পরিস্থিতিতে পেরে যাত্রীদের ছুটতে দেখা যায়। ছুটে স্টেশনের বাইরে রাস্তায় আসেন অনেকে। তবে এখানে দুটি কারণ আছে। এক, আতঙ্কে ছুটে বেরিয়ে যান যাত্রীরা। দুই, দ্রুত গন্তব্যে পৌঁছতে হবে বলে ছুটতে থাকেন। তবে ম𓂃েট্রো বিভ্রাট একদম সকালে হওয়ায় বেশ চাপে পড়ে যান নিত্যযাত্রীরা। প্রত্যেক পরিকল্পনা ঘেঁটে যায়। তবে কিছু যাত্রী বিক্ষোভ দেখিয়েছেন। যাঁদের হাতে একটু সময় ছিল। তবে সেসবে তেমন কর্ণপাত করেননি মেট্রো রেলের কর্মীরা। কারণ আগে পরিস্থিতির মোকাবিলা করে স্বাভাবিক করার চেষ্টা করছেন তাঁরা পরিষেবা।
এছাড়া এমন🎀 পরিস্থিতিতে অনেকে বাস বা ট্যাক্সি ধরে গন্তব্যে যাওয়ার উদ্যোগ নেন। এমন সমস্যা হবে তা কেউ কল্পনাই করেননি। কেন নামিꦗয়ে দেওয়া হল যাত্রীদের? ঠিক কী সমস্যা হয়েছে মেট্রোতে? কেন ঘোষণা করতে হল? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন মেট্রোর নিত্যযাত্রীরা। প্রায়ই মেট্রো রেলে নানারকম সমস্যা দেখা দিচ্ছে। রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে যথেষ্ট অভাব আছে বলে মনে করা হচ্ছে। আজ সকালে অফিস অথবা স্কুল–কলেজের জন্য বহু মানুষ ভরসা করেছিলেন মেট্রোর উপর। কিন্তু সেই পরিষেবায় ব্যাঘাত ঘটায় চাপ বাড়ল।