পয়লা জানুয়ারিতে কলকাতা 🀅মেট্রোর নর্থ-সাউথ করিডরে বাড়তি পরিষেবা মিলবে। ওই রুটে সকালে অনেকটা সেইসঙ্গে ইস🌠্ট-ওয়েস্ট মেট্রোও চলবে বলে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে।
এমনিতে রবিবার নর্থ-সা♛উথ করিডরে ১৩০ টি মেট্রো চলে। আগামী ১ জানুয়ারি (রবিবার) সেই সংখ্যাটাꦡ বেড়ে দাঁড়াচ্ছে ১৮৮ (আপ অভিমুখে ৯৪ টি এবং ডাউন অভিমুখে ৯৪ টি)। অর্থাৎ ২০২৩ সালের পয়লা দিনে ৫৮ টি মেট্রো বেশি চলবে। সেদিন নর্থ-সাউথ করিডরে বিভিন্ন স্টেশন থেকে প্রথম এবং শেষ মেট্রো পাওয়া যাবে, সেই সময়সূচি দেখে নিন -
২০২৩ সালের ১ জানুয়ারি নর্থ-সাউথ করিডরে প্রথম মেট্রোর সময়
১) কবি স🎉ুভাষ ꧑থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫০ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
২) দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: স𓆉কাল ৬ টা ৫০ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
৩) দমদম থেকে দক্ষিণেশ💯্বরগামী প্রথম মেট্๊রো: সকাল ৬ টা ৫৫ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
৪) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা (স꧅কাল ৯ টার পরিবর্তে)।
আরও পড়ুন: WhatsApp: তারিখ জা��নলেই যে কোনও পুর♚নো মেসেজ খুঁজে বের করা যাবে! নয়া ফিচার
২০২৩ সালের ১ জানুয়ারি নর্থ-সাউথ করিডরে শেষ মেট্রোর সময়
১) দক্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৯ টা ২৮ মিনিট (সময়ের কোনও পরিবর্তন হয়নি)।
২) কবি সুভাষ থেকে দক্ষি๊ণেশ্বরগামী শেষ মেট💞্রো: রাত ৯ টা ৩০ মিনিট (সময়ের কোনও পরিবর্তন হয়নি)।
৩) দমদম থেকে কব🐼ি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট (সময়ের কোনও পরিবর্তন হয়নি)।
৪) কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত❀ ৯ টা ৪০ মিনিট (সময়ের কোনও পরিবর্তন হয়নি)।
আরও পড়ুন: Jio Happy New Year Plan: নতুন বছরের জন্য দু'টি ধামাকা অফার 🦹আনল রিলায়েন্স জিও
এমনিতে রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোয় (শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ) পরিষেবা বন্ধ থাকে। গত ২৫ ডিসেম্বরও ইস্ট-ওয়েস্ট মেট্রো চালানো হয়নি। তবে ১ জানুয়ারি পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, নয়া বছরের পয়লা দিন ৪৪ টি ট্রেন চালানꦇো হবে। সকাল ৯ টা থেকে শুরু হবে পরিষেবা। চলবে রাত ৭ টা ৫০ মিনিট পর্যন্ত। সেইসঙ্গে ৩০ মিনিটের ব্যবধানে মেট্রো মিলবে বলে জানানো হয়েছে।