চিকিৎসকের পরামর্শ ছাড়াই বেশ কিছু এলাকায় করোনার প্রতিষেধক হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইন বিলি করা হচ্ছে। কলকাতা পুরসভার বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে সম্প্রতি।অভিযোগ, পুরসভার তরফে আশা কর্মীরা মূলত ম্যালেরিয়ার এই ওষুধ বস্তি অঞ্চল ও সাফাইকর্মীদের মধ্যে বিতরণ করছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ইতিমধ্যে অনেকের শরীরেই দেখা দিয়েছে। শুধু তাই নয়, ওষুধ নিতে না চাইলে নাম-ধাম লিখে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে পুরকর্মীদের বিরুদ্ধে। এর আগেই ICMR নির্দিষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে, রেজিস্টার্ড চিকিৎকের প্রেস্ক্রিপশন ছাড়া কাউকে হাইড্রক্সিক্লোরোকুইন খাওয়ানো অনুচিত। বলা হয়েছে, একমাত্র উপসর্গহীন সরকারি স্বাস্থ্যকর্মী যাঁরা করোনা আক্রান্তদের চিকিৎসার সঙ্গে যুক্ত, তাঁদেরই এই ওষুধ খাওয়ানো যেতে পারে। সেই সঙ্গে, পরীক্ষায় প্রমাণিত ঘরবন্দি করোনা রোগীদের ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে এই ওযুধ। হাইড্রক্সিক্লোরোকুইন-এর হাই ডোজে অস্বাভাবিক হৃদস্পন্দনের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে বলেও সাবধান করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা।সম্প্রতি কলকাতার চেতলা অঞ্চলের কয়েক জন বাসিন্দা অভিযোগ করেছেন, কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীরা এলাকার একাধিক বাসিন্দাকে জোর করে হাইড্রক্সিক্লোরোকুইন খাইয়েছেন। এর জেরে অনেকের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলেও দাবি। ঘটনায় এলাকাজুড়ে, উত্তেজনা ছড়িয়েছে। অন্য দিকে, এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি বলে কলকাতা পুরসভার তরফে পালটা দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগে কর্মরত আধিকারিকরা জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া কাউকে হাইড্রক্সিক্লোরোকুইন খাওয়ার জন্য জোর করা হয়নি।