এ বছর ডেঙ্গির ভয়াবহতা দেখেছে কলকাতা। সমস্ত ওয়ার্ডে ভয়াবহ সংক্রমণ ছড়িয়েছে মশা বাহিত এই রোগ। এখনও দাপট রয়েছে ডেঙ্গির। পুরসভার পরিসংখ্যান বলছে গত কয়েক বছরের মধ꧑্যে এ বছর কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেই কথা মাথায় রেখে আগামী বছরে যেন এই রকম পরিস্থিতি তৈরি না হয় তার জন্য আগামী জানুয়ারি থেকেই ডেঙ্গি বিরোধী অভিযানে না🦂মবে কলকাতা পুরসভা।
এ বিষয়ে কলকাতার মে♍য়র ফিরহাদ হাকিম শনিবার কাউন্সিলরদের সঙ্গে একটি বৈঠকꦕ করেছেন। বৈঠকে কাউন্সিলরদের ১০ থেকে ১২ নম্বর বোরোর অধীনে সচেতনতা অভিযান চালানোর জন্য পুরসভার আধিকারিকদের সঙ্গে সমন্বয় করতে বলেছেন। মূলত এই সমস্ত বোরোগুলিতে ডেঙ্গি সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছিল। সেই কারণে এই এলাকাগুলিতে মানুষকে আরও সচেতন করতে চায় পুরসভা। এছাড়াও, ডেঙ্গির লার্ভা নষ❀্ট করা হবে।
পুরসভার স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা জানান, ওই এলাকায় যেখানে মশার প্রজননস্থল রয়েছে সেখানে নজরদারি চালানো হবে। নিউ আলিপুর, টালিগঞ্জ, বেহালা, যাদবপু𒁃র, বাঁশদ্রোনি, বাঘাযতীন, কসবা, মুকুন্দপুর, গারফা, পাটুলি এবং কালিকাপুরে ড্রোন ব্যবহার করা হবে। ভেক্টর-কন্ট্রোল টিম দক্ষিণ কলকাতার আশেপাশের ডেঙ্গু-প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালাবে বলে জানা গিয়েছে। পুরসভার কাউন্সিলর প্রবীর মুখার্জি বলেছেন, বর্ষা শুরুর আগে তিনি একটি বিশেষ অভিযান চালাবেন। কালীঘাটে যেহেতু এই বছর প্রথম ডেঙ্গি মৃত্যু হয়েছে তাই সেখানে আরও তৎপর থাকবে পুরসভা।