দুর্গাপুজোয় কলকাতা পুলিশ কতটা তৎপর থাকবে? মানুষের সহায়তায় তাঁদের ভূমিকা কেমন হবে? এমনকী রাস্তায় বেরিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় কতটা তাড়াতাড়ি পৌঁছনো যাবে? এইসব প্রশ্নের উত্তর নিয়ে প্রকাশিত হল বিশেষ গাইডম্যাপ। আজ তা প্রকাশ করল কলকাতা পুলিশღের সদর দফতর লালবাজার। শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র ওই গাইড ম্যাপের উদ্বোধন করেন। যা সাহায্য করবে শহরবাসীকে।
করোনাভাইরাস মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় কিছুটা ছাড় দিয়েছে রাজ্য সরকার। থাকছে না নাইট কার্ফু। এবারও মণ্ডপের ভিতরে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। প্রতিমা দর্শন করতে হবে মণ্ডপের বাইরে থেকেই। সমস্ত বিধি মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে কলকাতা পুলিশ। গাড়ির চাপ নিয়ন্ত্রণ করতে ট্র্যা😼ফিক🌱ের পাশাপাশি থাকবে অতিরিক্ত বাহিনীও।
সূত্রের খবর, ইতিমধ্যেই শহরজুড়ে আঁটোসাঁটো পরিকল্পনা ছকে ফেলেছে কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী এখন ঝড়ের গতিতে পুজো উদ্বোধন করে চলেছেন। পুলিশ কমিশনার সৌমেন মিত্র সংবাদমাধ্যমে বলেন, ‘আগের থেকে পথ দুর্ঘটনা অনেকটা কমেছে। ট্রাফিক নিয়ন্ত্রণও দক্ষ হাতে সামলানো হচ্ছে। পাঁচ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন থাকবে কলকওাতার রাস্তায়।’
মানুষ এবার যেভাবে শপির করতে বেরিয়েছিল তা꧅তেই 💃বোঝা গিয়েছে দুর্গাপুজোয় কতটা ভিড় হবে। প্রতিমা দর্শন করতে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সমস্ত দর্শনার্থীদের মাস্ক পরতেই হবে। এসব নিয়ম তো আছেই। সেইসব নিয়ম সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা নজরে রাখবে কলকাতা পুলিশ। পাশাপাশি মানুষের ঢল নামলে তাঁদেরকেও সাহায্যে এগিয়ে আসবে তাঁরা।