বিতর্কসভায় বসে পয়গম্বরকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার একটা মন্তব্য গোটা দেশে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আর তার জেরে গোটা দেশজুড়ে অশান্তি দেখা দিয়েছিল। সেই অশান্তি থেকে ব🅺াদ যায়নি পশ্চিমবঙ্গও। গোটা বিষয়টি নিয়ে এতদিন বিরোধীরা মোদী সরকারের মু𒆙ণ্ডপাত করছিল। শুক্রবার শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় স্বয়ং নূপুরকে। আর শনিবার এই বিজেপির সাসপেন্ড নেত্রীর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল কলকাতা পুলিশ।
ঠিক কী বলেছিল সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্টের মন্তব্য ছি💝ল, ‘দেশে সাম্প্রতিক যে হিংসা–অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, আগুন জ্বলেছিল, তার জন্য দায়ী শুধুই নূপুর শর্মা। এই জন্য প্রকাশ্যে সমস্ত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত তাঁর।’ সুপ্রিম কোর্টের এই ভর্ৎসনায় ব্যাকফুটে গিয়েছে নূপুর শর্মা এবং বিজেপি। আর তারপর আজই এই লুকআউট সার্কুলার জারি করল কলকাতা পুলিশ।
কেন এই লুকআউট সার্কুলার? পুলিশ সূত্রে খবর, ইংরেজি এক নিউজ চ্যানেলের বিতর্♎কে অংশ নিয়ে হজরত মহম্মদের নামে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তার জেরে নূপুরের বিরুদ্ধে দেশের একাধিক রাজ্যে এফআইআর দায়ের হয়েছে। কলকাতা পুলিশ তাঁকে একাধিকবার ♛ডেকেও পাঠিয়েছিল। কিন্তু তিনি নানা অজুহাত দেখিয়ে একবারও🅷 কলকাতা পুলিশের মুখোমুখি হননি। তাই সুপ্রিম কোর্টের মন্তব্যের পরই লুকআউট সার্কুলার জারি করা হল।
উল্লেখ্য, কোনও রাজনৈতিক দলের মুখপাত্রের জন্য দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক স্তরে ভারতের এভাবে অপ্রস্তুত হয়ে পড়ার ঘটনা বেনজির। মুখরক্ষায় এই দলীয় মুখপাত্রকে ব𓆉হিষ্কার করে বাইরের লোক তকমা দিয়েছে বিজেপি। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি।🎉 এদিনও নূপুরকে গ্রেফতারের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। আর তারপরই আজ, শনিবার কলকাতা পুলিশ জারি করেছে লুকআউট সার্কুলার।