গাড়ির ছাদ চাপড়াচ্ছেন কয়েকজন পুলিশকর্মী। বাজানো হচ্ছে গাড়ির হর্ন। সোমবার শিয়ালদা আদালত চত্বরে যখন আরজি কর মেডিক্যাল কলেজ এব𓆉ং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আনা হয়, তখন এমনই কাজ করল পুলিশ। কেন সেই কাজটা করা হয়েছে, তা নিয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, গত ৪ নভেম্বর আরজি কর মামলার চার্জ গঠনের দিন এবং ১১ নভেম্বর বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার দিনে যেভাবে পুলিশের গাড়ি থেকে চিৎকার করেছিল সঞ্জয়, সেটার জন্যই এমন কাজ করা হচ্ছে। সঞ্জয় কিছু বললেও তার কণ্ঠস্বর যাতে শোনা না যায়, সেজন্য ওরকম আওয়াজ করা🍨 হতে থাকে। কেউ-কেউ বলতে শুরু করেছেন যে আরজি কর মামলায় ‘কুণাল অস্ত্রের’ ব্যবহার করছে পুলিশ। সারদা মামলায় কুণাল ঘোষকে যখন আদালতে আনা হত, তখন তিনি তৃণমূল কংগ্রেস সরকার বিরোধী বিভিন্নরকম মন্তব্য করতেন। সেইসময় গাড়ি চাপড়াতে দেখা যেত পুলিশকে। সোমবার সঞ্জয়ের ক্ষেত্রেও সেটাই হল।
এমনিতে আপাতত শিয়ালদা আদালতে আরজি কর মামলার বিচারপ্রক্রিয়া চলছে। সেই মামলায় কেন্দ্রীয় তদন্তকারܫী সংস্থা সিবিআই যে চার্জশিট পেশ করেছে, তাতে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয়কে দেখানো হয়েছে। কলকাতা পুলিশের তরফেও যখন প্রাথমিকভাবে তদন্ত করেছিল, তখন একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয়ের নাম করেছিল। সেই পরিস্থিতিতে সিবিআই যে চার্জশিট দিয়েছে, সেটাকে পুলিশ এবং প্রশাসনের ‘জয়’ হিসেবে তুলে ধরতে শুরু করেছিলেন তৃণমূল নেতাদের একাংশ।&n🅰bsp;
‘আমি রেপ-মার্ডার করিনি, সরকার ফাঁসাচ্ছে’
কিন্তু ৪ নভেম্বর এবং ১১ নভেম্বর আদালতের বাইরে সঞ্জয় মুখ খোলায় কিছুটা হলেও তৃণমূল অস্বস্তিতে পড়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ৪ নভেম্বর সঞ্জয় বলেছিল, ‘আমায় ফাঁসানো হচ্ছে। চুপ থাকতে বলছে💞। সরকার আমায় ফাঁসাচ্ছে। আমি রেপ-মার্ডার করিনি। আমি এতদিন চুপ ছিলাম। আমার কথা শোনেনি। রেপ-মার্ডার করিনি। সরকার ফাঁসাচ্ছে। বলছে তুমি কিছু বলবে না।♋’
‘বড়-বড় অফিসাররা ফাঁসিয়েছে’
আর ১১ নভেম্বর তো সরাসরি কলকাতার প্রাক্ত🐠ন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম ধরে চিৎকার করতে শুরু করেছিল সঞ্জয়। গত ৯ অগস্ট যখন আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল, তখন কলকাতার পুলিশ কমিশনার পদে ছিলেন বিনীত। তাঁর নাম নিয়ে সঞ্জয় বলেছিল, 'আমায় বলতে দিচ্ছে না। আমায় ফাঁসিয়ে দিয়েছে। বড়-বড় অফিসাররা ফাঁসিয়๊েছে। ওদের জিজ্ঞাসা করুন, ওরা সব জানে। বিনীত গোয়েল, ডিসি (স্পেশাল) আমায় ফাঁসিয়েছে। আমি নাম বলে দিচ্ছি। ওরা সাজিশ করে আমায় ফাঁসিয়েছে। ওরা জানে কেন ফাঁসিয়েছে।'