প্রথমা থেকেই মানুষের ঢল নেমেছ🍷ে কলকাতায়। আর ষষ্ঠীর দিন এই ভিড় সামলাতে হিমশিম খেতে হতে পারে কলকাতা পুলিশকে। সন্ধ্যা যত নামবে, তত মানুষের ভিড় বাড়তে পারে। কারণ কালকে আবার রবিবার। এই আবহেভিড় এড়িয়ে কী ভাবে মণ্ডপে পৌঁছে যাও✅য়া যাবে?তা নিয়েও বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।
পায়ে হেঁটেঅনায়াসে পরপর দেখা যাবেউত্তর কলকাতার বাগবাজার সর্বজনীন,কুমোরটুলি পার্ক, আহিরীটোলা সর্বজনীনের পুজো। তাছাড়া একটু মধ্য কলকাতার দিকে গেলেই চালতাবাগান,কলেজ স্কোয়্যার, মহম্মদ আলি পার্ক,সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো দেখা যাবে হেঁটে। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে কোন রুটে হেঁটে উত্তরের এই পুজোগুলো দেখা যাবে, তা দেওয়া রয়েছ𝄹ে কলকাতা পুলিশের ম্যাপে।
এদিকে দক্ষিণ কলকাতায় রাসবিহারী মোড় থেকেবাদামতলা আষাঢ় সংঘ, ৬৬ পল্লী, সুরুচি সংঘ, চেতলা অগ্রণীর রুটও দেওয়া রয়েছে কলকাতা পুলিশের ম্যাপে। সুরুচি সংঘ, চেত𒈔লা অগ্রণী দেখতে গেলে দুর্গাপুর ব্রিজ ধরে হেঁটে যেতে পারেন দর্ꦏশনার্থীরা। এদিকে গড়িয়াহাট মোড় থেকে যাওয়া যাবে একডালিয়া এভারগ্রিন এবং সিংহি পার্ক, বালিগঞ্জ কালচারাল, ত্রিধারার মতো পুজোগুলিতে। যাদপুর থানা থেকে যাওয়া যাবে বাবুবাগান, যোধপুর পার্ক, ৯৬ পল্লী, তালতলা মাঠে।
আজউত্তর কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়,হাতিবাগান এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ কলকাতায় রাসবিহারী,গড়িয়াহাট,কসবা এলাকায় গাড়ি চলবে ধীর গতিতে। তাছাড়া লেকটাউন,বাগুইআটি,উলটোডাঙা রুটেও দীর্ঘক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকতে পারেশ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর ভিড়ের জেরে। এদিকে পুজোর দিনগুলিতে বেলা ২টো পর্যন্ত অটো চলাচল করবে। রাতে বিভিন্ন রুটে হাজারেরও বেশি বেসরকারি বাস চলবে।ಌ সরকার বাস চলবে ১০০-রও বেশি। তাছাড়া ষষ্ঠী থেকে চল🍎বে অতিরিক্ত মেট্রো। এদিকেশহরে রাশবিহারী অ্যাভিনিউয়ের মতো বিভিন্ন রাস্তায় পার্কিং বন্ধ করে দেওয়া হয়েছে।