দুর্গাপুজোয় রাস্তায় বেরিয়ে মানুষ সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ে। বিশেষ করে যাঁরা প্যান্ডেল হপিং করেন বা ঠাকুর দেখতে রাস্তায় বেরোন তাঁদের সমস্যা সবচেয়ে বেশি। কারণ যানজটে আটকে থাকতে হয় অনেকটা সময়। বিশেষ করে দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতায় এই সমস্যা দেখা দেয়। কারণ এখানেই বিগ বাজেটের পুজোগুলি হয়ে থাকে। তাই এবার ব্যস্ত এল𓂃াকা রাসবিহারী মোড় সচল রাখতে তৎপর হচ্ছে লালবাজার। নেওয়া হচ্ছে একাধিক প্রস্তুতিও।
ঠিক কী ব্যবস্থা করা হচ্ছে? সূত্রের খবর, দুর্গাপুজোর দিনগুলিতে রাসবিহারী অ্যাভিনিউ এবং শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবে কলকাতা পুলিশ। কালীঘাট মেট্রো স্টেশনে আসা দর্শনার্থীরা কোন গেট দিয়ে বেরোবেন সেটা ঘুরে দেখেন কলকাতা ট্র্যাফিক পুলিশ এবং মেট্রো রেলের আধিকারিকেরা। মেট্রো থেকে নেমে কিছু দর্শনার্থী চলে যান দেশপ্রিয়ꩲ পার্কের দিকে, আর কিছু মানুষ যায় বাদামতলা আষাঢ় সংঘে। এই দু’দিকেই যেতে হলে পার করতে হয় রাসবিহারী মোড়। আর এই রাস্তা পারাপারে যদি তাড়াহুড়ো হয় তাহলে দুর্ঘটনা ঘটবে। আর যানজট হলে আটকে থাকতে হবে। তাই পুলিশের পক্ষ থেকে মেট্রো রেল কর্তৃপক্ষকে বলা হয়েছে কিছু সময়ের ব্যবধানে যাতে দু’টি ট্রেন কালীঘাট স্টেশনে ঢোকে সেটা দেখার জন্য।
কেমন করে মেট্রো যাত্রীদের সামলানো হবে? মেট্রো স𒁏ূত্রে খবর, কালীঘাট মেট🏅্রো স্টেশনে ১০টি গেট রয়েছে। দুর্গাপুজোর দিনগুলিতে দু’টি গেট বন্ধ রাখা হবে। আর বাকি সব গেট খোলা রাখা হবে। তিন, চার, পাঁচ, ছয় এবং সাত নম্বর গেট দিয়ে মেট্রো স্টেশনে ঢোকা যাবে। আর ৯ নম্বর গেট দিয়ে শুধু বেরোন🤡ো যাবে। এক এবং দু’নম্বর গেট ঢোকা–বেরোনো দুটোই করা যাবে।