একুশের নির্বাচনে একটি আসনও জোটেনি। তারপর থেকেই জোট নিয়ে ঘোঁটಞ পেকে যায়। সীতারাম ইয়েচুরিকে ব🌊লতে শোনা যায়, ভোট শেষ, জোট শেষ। এরপর উপনির্বাচন এককভাবেই প্রতিদ্বন্দ্বিতা করে তারা। হ্যাঁ, সিপিআইএম–কংগ্রেস। এবার ডিসেম্বর মাসে পুরভোট হবে বলে খবর। সেখানে কী আবার জোট হবে? এই প্রশ্ন উঠতেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘পুরসভা নির্বাচনের আগে নতুন করে ফের আলোচনার প্রয়োজন আছে। গত পুর নির্বাচনে ৯৫ শতাংশ ক্ষেত্রে আলোচনা হয়েছিল। আসন্ন নির্বাচন নিয়ে আগামী সপ্তাহে তা হতে পারে।’
এই বিষয়ে সহমত পোষণ করেছে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও। তিনি বলেন, ‘পুরভোট আঞ্চলিক স্তরের ভোট। সে🎃টা নিয়ে প্রদেশ স্তরে আলোচনা হবে। এটা প্রদেশ নেতৃত্বের উপরই ছেড়ে দেওয়া ভালো। বামপন্থী নেতৃত্বরা চাইলে, আমাদের পক্ষ থেকে আলোচনা হবে। তবে রাজ্য🙈ে গত নির্বাচনে যে দৃষ্টিভঙ্গি ছিল, তার পরিবর্তন না করলে চলবে না।’
এদিকে গরীব মানুষের জন্য বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ বন্ধ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী ৩০ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে এই প্রকল্পের। তা যাতে বন্ধ না হয় তার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। সেখানে উল্লেখ করা হয়েছে, এই প্রকল্পের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হোক। এই বিষয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘করোনা আবহে ব🍸িনামূল্যে রেশন বন্ধ করা উচিত নয়। বিনামূল্যে যে রেশন দেওয়া হচ্ছিল, তা চালু রাখা উচিত।’
অন্যদিকে তৃণমূল কংগ্রেস সরকারকে কটাক্ষ করেছেন তিনি। পেট্রোল–ডিজেলের উপর থেকে শুল্ক কমিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই রাজ্যেরও উচিত এই বিষয়ে পদক্ষেপ করার বলে তিনি মনে করেন। এই বিষয়েও রাজ্য সরকারের দিক✃ে প্রশ্ন তুলে বিমান বসু বলেন, ‘কেন্দ্রীয় সরকার দাম যখন কমিꩲয়েছে, তখন রাজ্যেরও দাম কমানো উচিত।’