Independence Day Kolkata Metro: স্বাধীনতা দিবসে কম চলবে মেট্রো, হাতে সময় রাখা ভালো Updated: 14 Aug 2024, 09:59 PM IST Satyen Pal Share কম মেট্রো চলবে স্বাধীনতা দিবসে। তবে প্রথম আর শেষ পরিষেবা একই রকম থাকছে। 1/4স্বাধীনতা দিবসে কম মেট্রো চলবে। অনেকেরই অফিস ছুটি থাকে। তবে ছুটির দিন থাকায় অনেকেই এদিকে ওদিক যান। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অন্য়ান্য দিন যত সংখ্য়ক মেট্রো চলে তার থেকে কম মেট্রো চলবে। তবে প্রথম ও শেষ মেট্রোর সূচিতে কোনও বদল হচ্ছে না। প্রতীকী ছবি 2/4মেট্রো সূত্রে খবর, অন্যান্য দিন কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্য়ে ২৮৮টি মেট্রো চলে। তবে স্বাধীনতা দিবসে ১০০টি মেট্রো কম চলবে। এদিকে শিয়ালদা থেকে মেট্রো চালু হওয়ার পরে প্রচুর মানুষ এই রুটে সেক্টর ফাইভের অফিসে যান। তবে এবার এই লাইনে মেট্রো চলবে ৯০টি মেট্রো। অন্যান্যদিন এই রুটে মেট্রো চলে ১০৬টি। 3/4এসপ্ল্য়ানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৯০টি ট্রেন চলবে। অন্যান্য দিন এই লাইনে চলে ১৩০টি মেট্রো। তবে প্রথম মেট্রো কবি সুভাষ থেকে ছাড়ে ৬টা ৫০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৭টায়। সেই সময়ের কোনও পরিবর্তন হচ্ছে না। 4/4অন্যান্যদিন যেমন মেট্রো চলে তেমনই চলবে। তবে স্বাধীনতা দিবসে অন্যান্যদিনের তুলনায় অফিসযাত্রীদের ভিড় কিছুটা কম থাকে। তবে মেট্রোও কম থাকবে। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি