আজ, শনিবার ঘোষণা করে দেওয়া হল লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। সুত♐রাং সবার আগ্রহের জায়গাটি তৈরি হয়েছে দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতায় কবে ভোট হচ্ছে? সে তথ্যও জানি💛য়ে দিয়েছেন নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাঁর ডান দিকে বসেছেন জ্ঞানেশ কুমার। বাঁ–দিকে সুখবীর সিং সান্ধু। দক্ষিণ কলকাতায় ভোট হবে এবং উত্তর কলকাতায় ভোটের তারিখ—১ জুন
এবার দক্ষিণ কলকাতায় সমীকরণটা বেশ জমজমাট হয়ে উঠেছে। কারণ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সিটিং এমপি তথা কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়কে। এই এলাকায় তিনি একদ🌟িকে যেমন জনপ্রিয় তেমন এলাকার সব কাজে তাঁকে পাওয়া যায়। আবার দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে মালা রায় বিপুল পরিমাণ কাজ করেছেন। সেটা রাস্তা, জল, আলো থেকে শুরু করে সামাজিক প্রকল্প মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া। এমনকী বাড়ি বাড়ি খোঁজ নেওয়ার কাজও তিনি করে থাকেন নীরবে নিভৃতে। সেগুলি প্রচারের আলোয় আসে না। এছাড়া পাড়ার খেলায় তাঁকে অ💙ংশ নিতে দেখা যায়। সেখানে বিজেপি এখনও দক্ষিণ কলকাতায় প্রার্থী খুঁজে পায়নি। তাই এখনও ঘোষণাও হয়নি।
আরও পড়ুন: সিপিএমের দলীয় কার্যালয়ের পাশেই দেবাংশুর ওয়ার রুম, নিমতৌড়ির ভাড়া বাড়ি💞ই ভরকেন𓆏্দ্র
তবে সিপিএম এখানে লড়াকু নেত্রীকে প্রার্থী করেဣছেন। যিনি বালিগঞ্জের উপনির্বাচনে পরাজিত হয়েছিলেন বাবুল সুপ্রিয়র কাছে। তবে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিলেন। হ্যাঁ, তিনি সিপিএম নেতা তথা ডাঃ ফুয়াদ হালিমের স্ত্রী এবং প্রয়াত বিধানসভার স্পিকার হাসিম আবদুল হালিমের পুত্রবধূ সায়রা শাহ হালিমকে। সুতরাং সিপিএমের এই প্রার্থী এখন থেকেই প্রচারে নেমে পড়েছেন। যদিও মনে রাখতে হবে তাঁর বিরুদ্ধে রয়েছেন পোড়খাওয়া রাজনীতিবিদ তথা এলাকার ঘরের মেয়ে মালা রায়। বিজেপি এখনও প্রার্থী দিতে না পারায় আপাতত প্রচার যুদ্ধ চলছে মালা–সায়রার মধ্যে🅷।