২০২৪ সালে পুরানো সিলেবাসেই মাধ্যমিক পরীক্ষা হবে। তবে ২০২৫ সালে নতুন সিলেবাসে পরীক্ষা হবে মাধ্যমিকের। এবার সেই নিরিখে তৈরি হল নতুন সিলেবাস কমিটি। এবার জেনে নিন সেই নতুন সিলেবাস কমিটির মাথায় কে রয়েছেন?আপাতত এক মাসের জন্য এই কমিটি তৈরি করা হয়েছে। এই নয়া কমিটির মাথায় রয়েছেন বঙ্গবাসী কলেজের অধ্য়াপক উদয়ন বন্দ্যোপাধ্য়ায়।এদিকে এছাড়াও প্রেসিডেন্সি কলেজের অধ্য়াপক সুমিত চক্রবর্তীকেও রাখা হয়েছে উপদেষ্টা হিসাবে। নতুন সিলেবাস কমিটির উপদেষ্টা হিসাবে রয়েছেন অভীক মজুমদারও। প্রসঙ্গত অভীক মজুমদার আগেই সিলেবাস কমিটির চেয়ারম্যান পদে ছিলেন। পরে সেই কমিটি থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন বলে খবর। তবে শিক্ষা দফতর বিষয়টি মানতে চায়নি আগেই। তখনই বলা হয়েছিল অভীক মজুমদারকে সিলেবাস কমিটির উপদেষ্টা হিসাবে রাখা হবে। সেই অনুসারে পদক্ষেপ নেওয়া হল।এবার সিলেবাস কমিটির ইংরেজির বিষয়ে মেন্টর করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্য়াপক মৈনাক বিশ্বাসকে। অঙ্কর মেন্টর করা হয়েছে সংস্কৃতি বিষয়ক সচিব কৌশিক বসাককে। সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক রাজীব চৌধুরীকে বাংলা বিষয়ে মেন্টর করা হয়েছে। মানে আলাদা বিষয় ভিত্তিক মেন্টর করা হয়েছে আলাদা অধ্য়াপক বা শিক্ষাবিদকে। মূলত সিলেবাসকে আরও সমৃদ্ধ করার জন্য এই উদ্যোগ। একএকজন মেন্টর এক-একটি বিষয়ের উপর কাজ করবেন। তাঁরাই সময়ের সঙ্গে সামঞ্চস্য রেখে ছাত্রছাত্রীদের উপযোগী সিলেবাস তৈরি করবেন। এই সিলেবাসের ব্যাপারে তাঁরা সুপারিশ করবেন। সেই অনুসারে তাঁরা মাধ্যমিকের সিলেবাস তৈরি করবেন। সেই সিলেবাসের উপর ভিত্তি করেই মাধ্যমিক পরীক্ষা দেবেন লক্ষ লক্ষ পড়ুয়া। নিঃসন্দেহে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটা ২০২৫ সালের কথা মাথায় রেখে করা হয়েছে। সেই অনুসারেই এই কমিটি কাজ করবে।তবে বিরোধীদের একাংশের মতে, শাসকদলের ঘনিষ্ঠ লোকজনকে সিলেবাস কমিটিতে রাখা হয়েছে। সেকারণে আসল লক্ষ্য কতটা সাধিত হবে সেটাও দেখার। কারণ সিলেবাস তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শাসকদল প্রভাবিত শিক্ষক সংগঠন অবশ্য দলবাজির অভিযোগ মানতে চায়নি।