আদিবাসী ও পিছিয়ে পড়া উপজওাতিদের সার্বিক উন্নতির জন্য় এবার বিশেষ কমিটি তৈরি করলেন বাংলার মুখ্য়মন্ত্রী। সোমবার নবান্নে বৈঠক করেন তিনি। সেখানেই একাধিক নির্দেশ দিয়েছেন তিনি। নতুন এই কমিটিতে থাকছেন সন্ধ্যারাণী টুডু, জ্যোৎস্না মান্ডি, বীরবাহা হাঁসদা ও বুলুচিক বরাইক। অর্থাৎ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ উভয়ের প্রতিনিধিরাই থাকছেন এই কমিটিতে। মূলত আদিবাসীদের উপর কোনও বঞ্চনা হয়ে থাকলে এই কমিটি পদক্ষেপ নেবে।&൲nbsp;
মমতা জানিয়েছেন, আদিবাসীদের জমি কেউ নিতে পারবে না। মানুষের উন্নয়নের জন্য় কোনও রঙ দেখা হবে না। সকলের জন্য় কাজ হবে। ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের তুলꦿনায় বাংলার আদিবাসীরা অনেক ভালো আছ🍌েন।
সেই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি আদিবাসীদের জমি যাতে কেউ জোর করে কেড়ে নিতে না পারে সেকারণে তিনি কড়া নির্দেশ দেন। তিনি সাফ জানিয়ে দেন♋, ট্রাইবাল ল্যান্ড তাঁদের বাইরে কেউ নিতে পারবে না।
এদিকে এই কমিটিতে চার মন্ত্রীকে রেখেছেন মমতা। কোথাও কোনও আদিবাসী শংসাপত্𝐆র না পেলে, তাঁর জমি জোর করে কেড়ে নেওয়া হলে বা এলাকায় কোনও বঞ্চনা হলে এই কমিটি হস্তক্ষেপ করবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২ౠ০২৬ সালে বিধানসভা ভোট। আদিবাসীরা একাধিক জেলায় বড় ফ্য়াক্টর। সেকারণে আগে ভাগেই বঞ্চনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নিলেন মমতা।