Mamata Banerjee: 'আমি যখন বিশ্ব বাংলার লোগো এঁকেছিলাম…'চেতলা অগ্রণীর পুজোয় চক্ষুদান করলেন মমতা Updated: 14 Oct 2023, 10:18 PM IST Satyen Pal Share বাড়ি থেকেই একের পর এক পুজোর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। 1/4পুজোর উদ্বোধনে বিগতদিনে দেখা যেত কলকাতার মণ্ডপে নিজেই হাজির হতেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে এবার ছবিটা কিছুটা ভিন্ন। এবার কলকাতা কিংবা জেলা সর্বত্রই মমতা বন্দ্যোপাধ্য়ায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন দুর্গা পুজোর। অন্যান্যবার তিনি চেতলা অগ্রণীর পুজোতে দেবীর চক্ষুদান করেন। মহালয়ার সন্ধ্যায় তিনি এই পুজোর চক্ষুদান করেন। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। এদিন ভার্চুয়াল মাধ্যমে তিনি চক্ষুদান করলেন।. (PTI Photo) (PTI) 2/4পায়ের ইনফেকশনের জন্য় তিনি মণ্ডপে মণ্ডপে যেতে পারছেন না। কালীঘাটের বাড়ি থেকে তিনি ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন করছেন। বৃহস্পতিবার থেকে এই উদ্বোধন পর্ব শুরু হয়েছে। একের পর এক পুজোর উদ্বোধন করেছেন তিনি। (PTI Photo) (PTI) 3/4তিনি চেতলা অগ্রণীর পুজোর চক্ষুদানও করেছেন। তবে সেটাও ভার্চুয়াল মাধ্য়মে। চেতলার পুজোটা ফিরহাদ হাকিমের পুজো বলেই পরিচিত। তবে এদিন যখন নেত্রী দেবীর চক্ষুদান করছেন তখন দলের মুখপত্রের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ফিরহাদ। তবে সেখান থেকেই তিনি অনুষ্ঠানটি দেখেন। এমনকী চেতলার মণ্ডপ থেকেও ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠান দেখেন সাধারণ মানুষ। (PTI Photo) (PTI) 4/4মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমি সবাইকে শুভ শারদীয়া জানাই। এই সময় কোনও বিদ্বেষ নয়, আমরা সবাই এক। ধর্ম সব আপনার আপনার, উৎসব কিন্তু সবার। এই কথাটি মাথায় রেখে সবাইকে নিয়ে চলুন আমরা এগিয়ে যাই। আমি যখন বিশ্ববাংলা লোগোটি এঁকেছিলাম তখন বুঝতে পারিনি এভাবে এটা বিশ্বের মঞ্চে সমাদৃত হবে। আমাদের দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে। পর্যটনের ডেস্টিনেশন হিসাবে আজ পশ্চিমবঙ্গ সিলেক্ট হয়েছে। (ANI Photo) (PTI) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি