বিধানসভার ভিতরে দলত্যাগী বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে বাড়িতে আয়কর হানার হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বুধবার এই নিয়ে বিধানসভায় তুমুল শোরগোল বাঁধে। শুভেন্দুর বিরুদ্ধে তিনি স্বাধিকার ভঙ্গের নোটিশ দেবেন বলে জানিয়েছেন কৃষ্ণ কল্যাণী।বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জিতে তৃণমূলে যোগ দিয়েছেন কৃষ্ণ কল্যাণী। তবে বিধানসভায় খাতায় কলমে তিনি বিজেপিরই সদস্য। এমনকী বসেনও বিরোধী বেঞ্চে। বুধবার বাজেট ভাষণ নিয়ে আলোচনার সময় বলতে ওঠেন শুভেন্দুবাবু। রাজ্য প্রশাসনের একাধিক গাফিলতির তুলে ধরছিলেন তিনি। প্রশ্ন তুলছিলেন রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে। তখন বিরোধী বেঞ্চে বসেই শুভেন্দুবাবুকে বাধা দিচ্ছিলেন কৃষ্ণ কল্যাণী।রায়গঞ্জের বিধায়কের অভিযোগ, এর পর অধিবেশন বয়কট করে বেরিয়ে যাওয়ার সময় শুভেন্দুবাবু তাঁর দিকে এগিয়ে আসেন। বলেন, কাল আপনার ওখানে আয়কর হানা হবে। সঙ্গে সঙ্গে বিষয়টিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, এতে বোঝা যায় কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কারা চালায়।বিধানসভায় সাংবাদিক বৈঠকে কৃষ্ণ কল্যাণী বলেন, শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা হওয়ার যোগ্যতা নেই। প্রতিদিন চক্রান্ত করে অধিবেশন ভন্ডুল করে দিচ্ছেন উনি। আমরা নতুন বিধায়করা কিছু শিখতে পারছি না। একথা বলায় শুভেন্দুবাবু আমাকে হুমকি দেন। আমি অধ্যক্ষকে জানিয়েছি। ওনার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেব।