১৩ আগস্ট ভাঙড়ের শোনপুরে পঞ্চায়েত ভোটের বিজয়োৎসব পালন করবে তৃণমূল। সেই উৎসব আইএসএফ🐼 বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আমন্ত্রণ জানানো হবে বলে জানালেন ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। নওশাদ যদি সভায় যান তবে তাঁর নিরাপত্তারও ব্যবস্থা করবেন তিনি।
নওশা✅দকে 'ভাইজান' বলে সম্বোধন করে এই আমন্ত্রণ জানানোর কথা বলেন শওকত। নওশাদকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,'শওকত মোল্লা সাহেব বড় ভাইয়ের মতো। ওনাদের যে সৌজন্যের রাজনীতি করার শুভবুদ্ধির উদয় হয়েছে। তাতে আমি আনন্দিত।' তবে তিনি সেখানে যাবেন না বলেই জানিয়ে দেন। তাঁর কথায়,'ভাঙড়ের মানুষের অধিকার হরণ করꦜা হয়েছে পঞ্চায়েত ভোটে। ওই ফলাফলে মানুষের প্রকৃত রায়ের প্রতিফলন হয়নি। তাই আমি সেই বিজয়োৎসবে যাব না।'
(পড়তে পারেন। ফুরফুরার𒁃 উন্নয়নে বরাদ্দ ৫৮ কোটি, তৈরি হবে পর্ষদের অফিসও)
এই সৌজন্যের নজির মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকেও থাকা প্রয়োজಌন বলে তিনি মত প্রকাশ করেন। তিনি বলেন,'মুখ্যমন্ত্রী মমতা বন༺্দ্যোপাধ্যায় কি বিরোধী বিধায়কদের প্রশাসনিক বৈঠকে ডাকেন? শওকত সাহেব তার বন্দোবস্ত করেন তাহলে আমরা আমাদের অভাব-অভিযোগের কথা তাঁকে জানাতে পারি।'
মনোয়ন পর্ব থেকেই ভাঙড়ে অশান্তিﷺর পরিবেশ তৈরি হয়েছিল তা বজায় থাকে ফল প্রকাশের পরেও। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। নিজের নির্বাচনী এলাকায় ঢুকতেই পারেননি। অ🍃বশেষে বুধবার তিনি প্রবেশ করেতে পেরেছেন। তারই মধ্যে নওশাদকে তৃণমূলের বিজয়োৎসবে আমন্ত্রণ জানানোর কথা বলনেন বিধায়ক শওকত মোল্লা।