বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mounted Police Horse Death in Eden Gardens: ইডেনের বাজিতে পেয়েছিল ভয়, মৃত্যু মাউন্টেড পুলিশের ৬ বছর বয়সি ঘোড়ার
গত ৫ নভেম্বর ইডেন গার্ডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষে বাজি ফাটানো হয়েছিল মাঠ জুড়ে। সেই আওজায়েই ভয় পেয়ে দৌড় দিয়েছিল মাউন্টেড পুলিশের দুই ঘোড়া। এর জেরে আহত হয়েছিলেন দুই পুলিশও। সেই দুই ঘোড়ার মধ্যে একটার নাম ছিল - 'ভয়েস অফ রিসন'। তার মোটামুটি বাংলা তর্জমা করলে অর্থ দাঁড়ায় - 'বিবেকের বার্তা'। তবে সেই 'ভয়েস অফ রিসন' স্তব্ধ হল। সেদিনের ঘটনার পর মৃত্যু হল ৬ বছর বয়সি ঘোড়ার। আলিপুর বডিগার্ডস লাইনসের আস্তাবলে ৩৯টি ঘোড়া আছে। সেই আস্তাবলের ২২ নং স্টলে থাকত 'ভয়েস অফ রিসন'। তবে গত রবিবারের ঘটনায় মৃত্যু হয় তার। জানা গিয়েছে, ইডেনের বাইরে ময়দান থেকে বাজি ফাটানোর জেরেই ঘোড়াগুলি সেদিন এত আতঙ্কিত হয়ে পড়েছিল। (আরও পড়ুন: মামলায় প্রভাব খাটানোর অভিযোগ কলকাতা HC-র বিচারপতির স্বামীর ব💧িরুদ্ধে, কী বলল SC?)