গত ৫ নভেম্বর। ইডেনে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্য়ে ক্রিকেট ম্য়াচ। আর সেই ম্যাচের দিনই একদিকে দেদার উল্লাস আর তার সঙ্গেই ব্যপক শব্দবাজি ফাটানো হয়। সেই শব্দবাজির দ𝔉াপটে অসুস্থ হয়ে পড়েছিল একাধিক ঘোড়া। মূলত ঘোড়সওয়ার পুলিশের কাছেই ছিল এই ঘোড়াগুলি। তার মধ্যে চারটি ঘোড়া অসুস্থ হয়ে পড়ে।
এদিকে ওই শব্দবাজির তাণ্ডবে অসুস্থ হয়ে একটি ঘোড়ার মৃত্যুও হয়েছিল। সেই ঘোড়াটির বয়স ছিল ৬ বছর। অন্য় তিনটি ঘোড়ার চিকি🍷ৎসা চলছিল হাসপাতালে। তবে সেগুলি আপাতত সুস্থ রয়েছে। এতদিন ধরে সেগুলির চিকিৎসা চলেছে। অবশেষে কাজে ফিরছে সেই ঘোড়ারা। আপাতত তাদের ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছে।
কিন্তু তারা ডিউটিতে গেলেও হালকা কাজ দেওয়া হচ্ছে। কিছুক্ষণ ডিউটিতে রাখার পরেই তাদের ছুটি দেওয়া হচ্ছে। এদিকে হায়দরবাদে সর্দার বল্লভভাই পটেল ন্যাশানাল পুলিশ ট্রেনিং আকাদেমিতে অল ইন্ডিয়া পুলিশ ইকুয়েস্ট্রিয়ান চ্যাম্পিয়নশিপয়ে অংশ নেওয়ার জন্য় একাধিক ঘোড়াক๊ে তৈরি করা হচ্ছিল। অসুস্থ হয়ে পড়া দুটি ঘোড়াও তার মধ্যে ছিল। এবার তাদের ওই প্রতিযোগিতায় অংশ নেওয়াটা কার্যত অনিশ্চিত হয়ে গেল। কারণ ওই প্রতিযোগিতার চাপ তারা নিতে পারবে কি না তা নিয়ে সংশয়টা থেকে গিয়েছে।
তবে বর্তমানে কলকাতা পুলিশের আস⛄্তাবলে তাদের অত্যন্ত সুরক্ষিতভাবে ও যত্নে রাখা হয়েছে। তাদের শরীর স্বাস্থ্য়ের উপর খেয়াল রাখা হচ্ছে। তাদের উপর নজর রাখছেন পশু চি﷽কিৎসকরা। তাদের ডায়েটের উপরেও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে।
তবে তারা যে ডিউটিতে ফিরেছে এটা বড় ব্য়াপার। এদিকে বর্তমানে তাদের কেবলমাত্র🅠 ঘণ্টা দুয়েকের জন্য ডিউটিতে নামানো হচ্ছে। তাদের পিঠে যে পুলিশ চাপছেন তিনি যাতে একটꦿু কম ওজনের হয় সেটা দেখা হচ্ছে।
সাধারণ ঘোড়াগুলিকে দিনে পাঁচ থেকে ৬ ঘণ্টা ডিউটিতে মোতায়েন করা হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সময়সীমা কমানো হয়েছে। তাদের যাতে আর স্বাস্থ্যের অবনতি ꦇনা হয় সেটা দেখা হচ্ছে।