আর কয়েকটা দিন পরে প্রজাতন্ত্র দিবস। প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেখা যায় শহরের ঐতিহ্যবাহী মাউন্টেড পুলিশকে। তবে এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মাউন্টেড পুলিশকে হয়ত দেখা যাবে না। মঙ্গলবার থেকে শুরু হয়েছে মহড়া। তবে এখনও সেখানে ডাক পায়নি মাউন্টেড পুলিশ। অথচ কলকা✃তা পুলিশের নতুন দু🎉টি ইউনিট প্রজাতন্ত্র দিবসের জন্য ডাক পেয়েছে।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সশস্ত্🥀র বাহিনী) নীলাঞ্জন বিশ্বাস জানিয়েছ🌌েন, কলকাতা পুলিশের নতুন দুটি বাহিনী বিপর্যয় মোকাবেলা বাহিনী (ডিএমজি) এবং মহিলাদের উইনারস টিম কুচকাওয়াজের জন্য ডাক পেয়েছে। ডিএমজি এই প্রথম কুচকাওয়াজে অংশ নেবে। অন্যদিকে, মহিলাদের উইনারস টিম এর আগে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিল। মূলত গত বছর একটি দুর্ঘটনার কারণে মাউন্টেড পুলিশ এ বছর কুচকাওয়াজে অংশগ্রহণ করছে না। গত বছর কুচকাওয়াজের সময় তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকরের দিকে মাউন্টেড পুলিশের একটি ঘোড়া ঘুরতে ব্যর্থ হয়েছিল। যা বিরল ঘটনা ছিল। সেই কারণে মূলত এবার মাউন্টেড পুলিশকে কুচকাওয়াজে রাখা হচ্ছে না। যদিও পুলিশ আধিকারিকদের একাংশ মনে করেন প্রতিটি ইউনিটকে সুযোগ দ๊েওয়া দরকার।
উল্লেখ্য, বর্তমানে কলকাতা মাউন্টেড পুলিশ মূলত খেলাধ🔯ুলা এবং মেলার সময় ময়দানে ভিড় নিয়ন্ত্রণ করার পাশাপাশি জনসভায় ভিড় নিয়ন্ত্রণ করে থাকে। এই বাহিনী কুচকাওয়াজেও অংশ নেয় এবং ভিআইপিদের সফরের সময় রাজভবনে পাহারা দেয়। কলকাতা পুলিশের নতুন দুটি বাহিনী ছাড়াও কলকাতা ট্র্যাফিক পুলিশের একটি দল কুচকাওয়াজে অংশগ্রহণ করবে। যেখানে তারা সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে প্রচার চালাবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App ব൲াংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup